সংক্ষিপ্ত

নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এর মানে হল তাঁর মৃত্যুর আগে পর্যন্ত তিনি কাশী ছাড়বেন না।  তিনি আরও বলেনস কাশীর মানুষও তাঁকে কোনও দিনও ছাড়বে না। তবে এদিনের জনসভায় তিনি বিরোধীদের প্রবল সমালোচনা করে বলেন ভারতের রাজনীতি ক্রমশই নিচের দিকে নামছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narandra Modi) এদিন উত্তর প্রদেশ বিধানসভার ভোট (UP Elections 2022) প্রচারে নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে ( Varanasi) গিয়েছিলেন সেখানে তিনি বলেন,  'আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার মৃত্যু কামনা করেছিল। কিন্তু তারা যখন আমার মৃত্যু কামনা করেছিল তখন আমি খুব উচ্ছ্বসিত বোধ করছিলাম। ' বারাণসীর একটি নির্বাচনী সভায় এমনটাই বলেছিলেন প্রধানমন্ত্রী। তেমনই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। 

নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এর মানে হল তাঁর মৃত্যুর আগে পর্যন্ত তিনি কাশী ছাড়বেন না।  তিনি আরও বলেনস কাশীর মানুষও তাঁকে কোনও দিনও ছাড়বে না। তবে এদিনের জনসভায় তিনি বিরোধীদের প্রবল সমালোচনা করে বলেন ভারতের রাজনীতি ক্রমশই নিচের দিকে নামছে। কারণ কাশীর মত পবিত্র একটি স্থানে তাঁর মৃত্যু কামনা করা হয়েছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন নিশানা করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে। নির্বাচনী আচরণ বিধি লাঘু হওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী গিয়েছিলেন। সেখানে তিনি কয়েক দিন ছিলেন। সেই সম্পর্কে অখিলেশকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন যে কেউ বারাণসীতে থাকতে পারে। তবে এক মাস নয় তাঁর যতদিন ইচ্ছে। এটা থাকার একটা সঠিক জায়গা। এখানেই মানুষ জীবনের শেষদিনগুলি থাকে। 

প্রসঙ্গত উল্লেখ্য হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী বারাণসীতে জীবনের শেষদিনগুলি কাঠান শুভ। এই এলাকারই অন্য নাম কাশী। তবে সেই সময় অখিলেশের মন্তব্যের তীব্র সমালোচনা করেছিল বিজেপি নেতারা। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। পরের নির্বাচনেও তিনি এই কেন্দ্র থেকে জয়ী হন। তারপর বারাণসীকে তিনি নিজের দ্বিতীয় বাড়ি বলে চিহ্নিত করেছিলেন। 

এদিন নির্বাচনী প্রচারে সঙ্গে বারাণসীতে বিজেপির বুথ স্তরের কর্মীদের সঙ্গে একটি বৈঠক করেন তিনি। তিনি বলেছেন সন্ত্রাসবাদীদের ভয় না পেয়ে কাজ করে যেতে। সেখানেই তিনি সমাজবাদী পার্টিকেই টার্গেট করেন। তার আগে প্রধানমন্ত্রী মোদী সমাজবাদী পার্টি ও কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাস চালানোরও অভিযোগ করেন। অন্য একটি জনসভায় প্রধানমন্ত্রী নকেন্দ্র মোদী বলেন উত্তর প্রদেশের নির্বাচন আদতে পরাবারবাদীদের বিরুদ্ধে জাতীয়তাবাদীদের লড়াই। এই লড়াই অপরধীদের বিরুদ্ধে আইনের শাসন জারি করার। একাধিক জনসভায় তিনি যোদী আদিত্যনাথের প্রশংসা করে তীব্র সমালোচনা করেন পূর্বের কংগ্রেস ও সমাজবাদী পার্টির শাসকদের। 

'ওমিক্রন নীরব ঘাতক' বললেন দেশের প্রধান বিচারপতি এনভি রামানা

নবাব মালিক ইস্যুতে মমতাকে ফোন পাওয়ারের, জানতে চাইলেন 'কী করতে হবে'

পাকিস্তানি ড্রোন ভারতে ফেলল তরল রাসায়নিক, উদ্বেগের সঙ্গে জানাল জম্মু ও কাশ্মীর পুলিশ