Aadhaar card: আর দিতে হবে না লম্বা লাইন, মোবাইল ফোনেই আপডেট করে নিন আধার কার্ড
Aadhaar card update: ভারত নাগরিক পরিচয়পত্র হিসেবে সবথেকে গুরুত্বপূর্ণ হল আধার কার্ড। জন্ম থেকে মৃত্যু- স্কুলে ভর্তি থেকে চাকরি- সবেই প্রয়োজন এই কার্ড।

আধার কার্ড
ভারত নাগরিক পরিচয়পত্র হিসেবে সবথেকে গুরুত্বপূর্ণ হল আধার কার্ড। জন্ম থেকে মৃত্যু- স্কুলে ভর্তি থেকে চাকরি- সবেই প্রয়োজন এই কার্ড।
আধার কার্ড আপডেট
বর্তমানে আধার কার্ড আপডেট করা যায় অনলাইনে। আর দাঁড়াতে হয় না লম্বা লাইনে।
ঠিকানা আপডেট
আধার কার্ডে ঠিকানা আপডেট করা যায় মোবাইল ফোনেই। রইল সেই পদ্ধতি।
প্রথম পদক্ষেপ
myAadhaar পোর্টালে লগইন করুন: https://myaadhaar.uidai.gov.in/ এ যান এবং আপনার আধার নম্বর ও ক্যাপচা কোড দিয়ে লগইন করুন।
ওটিপি যাচাইকরণ
আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে প্রাপ্ত OTP দিয়ে লগইন সম্পন্ন করুন।
ঠিকান আপডেট
ড্যাশবোর্ড থেকে ‘Address Update’ অপশনটি নির্বাচন করুন।
নতুন ঠিকানা
বৈধ ঠিকানার প্রমাণপত্র (যেমন পাসপোর্ট, ভোটার আইডি, রেশন কার্ড ইত্যাদি) স্ক্যান করে আপলোড করুন।
টাকা
এই কাজের জন্য ৫০ টাকা ফি দিতে হয়। তা দিতে হয় অনলাইনে
শেষ পর্যায়
আপডেট অনুরোধের জন্য একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর (SRN) পাবেন, যা ভবিষ্যতে ট্র্যাকিংয়ের জন্য সংরক্ষণ করুন।
৩০ দিন
৩০ দিনের মধ্যেই আধার কার্ড আপডেট হয়ে যায়। যদি আপনি অনলাইনে আপডেট করতে না পারেন, তবে নিকটস্থ আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে অনলাইনে আধার কার্ডের ঠিকানা বদল করতে পারেন।

