সংক্ষিপ্ত
- তামিলনাড়ুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভেস্তি পরে দেখা গেল
- সেভাবেই চিনা প্রেসিডেন্টকে বরণ করে নিলেন তিনি
- তারপর দুই নেতারকে দেখা গেল মামাল্লাপুরমের ঐতিহাসিক এলাকায়
বেশিরভাগ সময়ই তাঁকে কুর্তা-চুরিদার আর জহর কোট পরে দেখা যায়। বিদেশ সফরে কখনও কখনও শার্ট-প্যান্টের উপর পরেন প্রিন্স স্যুট। কিন্তু মামাল্লাপুরমে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে ঘরোয়া বৈঠকের আগে অন্তত সাজ-পোশাকে একেবারে তামিল সন্তান হয়ে উঠলেন ভারতের প্রধানমন্ত্রী। সেভাবেই চিনা প্রেসিডেন্টকে বরণ করে নিলেন তিনি।
তামিলরা লুঙ্গির মতো করে মোটা কাপড়ের যে ধুতি পরেন তাকে ভেস্তি বলা হয়। এদিন তামিলভূমে ভারতীয় প্রধানমন্ত্রীর পরণে সেই ভেস্তিই দেখা গেল। সেই সঙ্গে ছিল সাদা হাফ হাতা শার্ট ও অঙ্গবস্ত্রম।
চিনা প্রেসিডেন্টও অবশ্য ঘরোয়া বৈঠক বলেই সম্ভবত কোট পরার দিকে ঝোঁকেননি। তাঁর পরণে ছিল সাধারণ শার্ট-প্যান্ট।
মামাল্লাপুরমে দেখা হওয়ার পর একে একে এই ঐতিহাসিক শহরে অর্জুনের প্রায়শ্চিত্তস্থল, পঞ্চরথ, কৃষ্ণের মাখনের গোলা, শোর মন্দির ঘুরে দেখেন দুই রাষ্ট্রনেতা। নরেন্দ্র মোদীকে দেখা যায়, প্রকৃত গৃহকর্তার মতো এই ঐতিহ্যসালী দর্শনস্থলগুলি সম্পর্কে সি জিনপিং-কে অবহিত করতে।