এই সময় মেনেই করতে হবে কাজ হবে এবং বাড়বে বেতন! কর্মীদের করা হল সতর্ক
লারসেন অ্যান্ড টুব্রোর চেয়ারম্যান কর্মীদের সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের কথা বলেছেন। সম্প্রতি কর্মীদের জানানো হল কাজ করার এই সময়ের বিষয়ে
- FB
- TW
- Linkdin
Follow Us

লারসেন অ্যান্ড টুব্রোর চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যন সম্প্রতি তার কর্মীদের উদ্দেশ্যে সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের কথা বলেছিলেন।
ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি এই প্রসঙ্গে আরও বলেছিলেন যে ‘আমি হতাশ যে আমি আপনাদের দিয়ে রবিবার কাজ করাতে পারি না। যদি তা পারতাম, তাহলে আমি আরও খুশি হতাম। কারণ আমি নিজে রবিবারেও কাজ করি।’
সংসদে পেশ করা অর্থনৈতিক সমীক্ষায় ‘স্যাপিয়েন ল্যাবস সেন্টার ফর হিউম্যান ব্রেন অ্যান্ড মাইন্ড’-র গবেষণাপত্র জমা দেওয়া হয়েছে।
এই সমীক্ষাপত্রে উল্লেখ করে বলা হয়েছে, মানসিক স্বাস্থ্যের দিক থেকে ডেস্কে বসে কাজ করার সময়কে তুলনা করে পরিস্কার ধারণা পাওয়া মিলেছে।
এই সমীক্ষায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে একদিনে ১২ ঘন্টা বা তার বেশি সময় ধরে কাজ করলে মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে ।
সমীক্ষায় দেখা গিয়েছে যে, যারা ১০ ঘন্টা কাজ করেন তাদের থেকে ১২ ঘন্টা বা তার বেশি কাজ করা ব্যক্তিরা ১০০ পয়েন্ট কম পেয়েছেন।
অর্থনৈতিক সমীক্ষায় উল্লেখ করা এই তথ্যের বিশ্লেষণ করলে বোঝাই যাচ্ছে কোনটা সঠিক!
যারা ১২ ঘন্টা বা তার অধিক সময়ে ধরে কাজ করছেন তাদের থেকে দিনে ১০ ঘন্টা সময় কাজ করা ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে।
ফলে নিজের শরীর সুস্থ থাকতে নির্দিষ্ট সময় মেনেই কাজ করুন, তাতে কাজও ভালো হবে এবং সংস্থাও লাভবান হবেন।
আর অধিক সময় ধরে বসে থাকা কাজে নিঁখুত কাজ হওয়া প্রায় অসম্ভব কারণ এতে মস্তিষ্কের উপর প্রচুর চাপের সৃষ্টি হয়। তাই সময় বুঝেই কাজ করুন।