সংক্ষিপ্ত
ইস্কন সূত্রের খবর, ধৃত সন্ন্যাসী শ্যামদাস চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে কারাগারে দেখা করতে গিয়েছিলেন। সূত্রের খবর, শ্যামদাস প্রভুকে কোনও রকম সরকারি পরোয়ানা ছাড়াই আটক করা হয়েছে।
চিন্ময়কৃষ্ণ দাসের পর বাংলাদেশে আরও এক হিন্দু সন্ন্যাসী গ্রেফতার। ধৃত সন্ন্যাসী ইসকনের সদস্য। ইসকন কলকাতার মুখপাত্র রাধারমণ দাস জানিয়েছেন, শুক্রবার চট্টোগ্রাম পুলিশ আরও একজন হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতার করেছেন। যার নাম শ্রী শ্যামদাস প্রভু।
ইস্কন সূত্রের খবর, ধৃত সন্ন্যাসী শ্যামদাস চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে কারাগারে দেখা করতে গিয়েছিলেন। সূত্রের খবর, শ্যামদাস প্রভুকে কোনও রকম সরকারি পরোয়ানা ছাড়াই আটক করা হয়েছে। বাংলাদেশে বর্তমানে এমন ঘটনা প্রায়ই ঘটছে। কোনও রকম পরোয়ানা ছাড়াই গ্রেফতার করা হচ্ছে। কিছু সময় আটকে রাখার পরই মুক্তি দেওয়া হচ্ছে।
চিন্ময়কৃষ্ণ দা, ইস্কনের সদস্য। চলতি সপ্তাহে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে রষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে কলকাতার ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস নিজের সোশ্যাল মিডিয়ায় বলেছেন, 'ব্রহ্মচারী শ্রী শ্যাম দাস প্রভুকে আজ চট্টগ্রাম পুলিশ গ্রেফতার করেছে।' যদিও স্থানীয়দের কথা শ্যামদাস নির্দোষ। বাংলাদেশের সরকারের হিন্দু নির্যাতনের একটি নজির এটি।
বর্তমনে বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন ক্রমশই বাড়ছে। হিন্দুরা সেখানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চিন্ময় দাসের ন্যায্য বিচার নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে ভারত থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বাংলাদেশের সংখ্যালঘূ হিন্দু নির্যাতনের তীব্র নিন্দা করেছে। পাশাপাশি নরেন্দ্র মোদীকে গোটা বিষয়ে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছে। বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র ৮ শতাংশই হিন্দু। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই সেই দেশে আক্রান্ত হিন্দুরা। হিন্দুদের পাশাপাশি বাকি সংখ্যালঘু সম্প্রদায়ও আক্রান্ত হচ্ছে। হাসিনার পতনর পর দেশের ৫০টি জেলায় ২০০টিরও বেশি হামলার ঘটনার খবর পাওয়া গেছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।