- Home
- World News
- Bangladesh News
- ভোটের আগে আরও বিপাকে শেখ হাসিনা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন
ভোটের আগে আরও বিপাকে শেখ হাসিনা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন
Bangladesh Sheikh Hasina News: বছর ঘুরলেও স্বস্তি নেই বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এবার তার বিরুদ্ধে চার্জ গঠন করতে চলেছে বাংলাদেশের আদালত। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

শেখ হাসিনার বিরুদ্ধে চার্জশিট গঠন
কোটা বিরোধী ছাত্র আন্দোলন তার পর দেশত্যাগ। হাসিনা পদত্যাগ করতেই টালমাটাল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। এই অবস্থায় এবার পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন করতে চলেছে বাংলাদেশ আদালত। সূত্রের খবর, চলতি মাসের ২১ জানুয়ারি বাংলাদেশের রাজধানী শহর ঢাকার আদালতে এই মামলার চার্জ গঠন করা হবে। একই সঙ্গে এই মামলায় চার্জ গঠন করা হবে আওয়ামী লিগের মোট ২৮৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে।
আরও বিপাকে শেখ হাসিনা
এদিকে আদালতের এই ঘোষণায় আরও বিপাকে পড়েছেন বাংলাদেশের আওয়ামী লিগের নেত্রী তথা পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও আগেই শেখ হাসিনার বিরুদ্ধে আগেই ফাঁসির সাজা শুনিয়েছে বাংলাদেশের শীর্ষ আদালত। তার বিরুদ্ধে উঠেছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ। জানা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর ফাঁসির সাজা ঘোষণা করেছে সে দেশের ট্রাইবুনাল। এ বার রাষ্ট্রদ্রোহের মামলাতেও চার্জ গঠন হতে চলেছে তাঁর বিরুদ্ধে।
বিপদ বাড়ছে শেখ হাসিনার
আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকাই সাধারণ নির্বাচন হওয়ার কথা। চলতি বছরে যে বাংলাদেশে ভোট হবে সে কথা আগেই ঘোষণা করেছিলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। সূত্রের খবর, খালেদা জিয়ার মৃত্যু থেকে শুরু করে বাংলাদেশে ভোট বানচাল করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউনূস সরকার। আর এবার হাসিনার দল যাতে ভোটে দাঁড়াতে না পারে তারজন্য তার বিরুদ্ধে চার্জশিট গঠন করে আরও একধাপ এগোলো বাংলাদেশ অন্তর্বর্তী সরকার।
হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
জানা গিয়েছে, ছাত্র আন্দোলন ও গণবিক্ষোভের জেরে হাসিনা যখন দেশ ছাড়েন সেই সময় অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বরে এক ভার্চুয়াল সভায় ‘জয় বাংলা ব্রিগেড’ নামে আওয়ামী লীগ সমর্থকদের একটি গোষ্ঠীর উদ্দেশে বার্তা দেন তিনি। ব্রিটেন থেকে ওই ভার্চুয়াল সভার পরিচালনা করেন আওয়ামী লীগের নেতা রাব্বী আলম। দাবি করা হয়, আওয়ামী লীগের কয়েক’শো নেতা-কর্মী ওই ভার্চুয়াল বৈঠকে যোগ দেন। সেই বৈঠকের বক্তব্য ঘিরে শেখ হাসিনার বিরুদ্ধে উঠেছে রাষ্ট্রদ্রোহের মামলা।
ভোট বানচালের চেষ্টা ইউনূস প্রশাসনের
বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন এবং শেখ হাসিনার দল যাতে ভোটে কোনওভবে লড়তে না পারে তারজন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মুহাম্মদ ইউনূস সরকার। আর এবার ঢাকায় প্লট বরাদ্দে দুর্নীতির মামলাতেও হাসিনাকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশের আদালত। এবার ঘাড়ে চাপল রাষ্ট্রদ্রোহের মামলা।

