সংক্ষিপ্ত
৫ অগাস্ট বাংলাদেশ ছাড়ার পর থেকে লোকচক্ষুর আড়ালেই আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তাঁকে কাঠগড়ায় দাঁড় করাতে মরিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের জন্য চাপ তৈরি করতে চাইছেন মহম্মদ ইউনুস। ৫ অগাস্ট ঢাকা ছাড়ার পর থেকেই ভারতে আছেন হাসিনা। তাঁর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। হাসিনা ক্ষমতা হারানোর পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ চালাচ্ছেন ইউনুস। তাঁর নেতৃত্বাধীন প্রশাসন ১০০ দিন পার করল। এই দিনে টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে ইউনুস বলেছেন, ‘জুলাই-অগাস্টে বিপ্লবের সময় সব হত্যার বিচার যাতে হয়, তা আমরা নিশ্চিত করব। যাঁরা এই হত্যার জন্য দায়ী, তাঁদের বিচারের প্রক্রিয়া ভালোভাবেই এগোচ্ছে। আমরা ভারত থেকে হাসিনাকে ফেরানোর দাবি জানাব। তাঁকে এই হত্যার জন্য দায়ী করা হবে।’
বাংলাদেশে ফিরবেন হাসিনা?
হাসিনা ক্ষমতা হারানোর পর বাংলাদেশে মৌলবাদীদের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, ধর্মান্তকরণের চেষ্টা, হত্যা, বাড়ি-মন্দিরে হামলা, অগ্নি সংযোগের ঘটনা নিয়ে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়া ডোনাল্ড ট্রাম্পও বুঝিয়ে দিয়েছেন, তিনি ইউনুস প্রশাসনের কাজে একেবারেই খুশি নন। এই পরিস্থিতিতে ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশে অস্থিরতা, অরাজকতা থামানোর দিকে নজর দেওয়ার বদলে মৌলবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে।
হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের সাহায্য নেবে বাংলাদেশ!
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দাবি, হাসিনার বিরুদ্ধে বিপ্লব চলাকালীন অন্তত ৭৫৩ জনের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার মানুষ জখম হয়েছেন। এই ঘটনাকে 'মানবতা-বিরোধী অপরাধ এবং গণহত্যা' আখ্যা দিয়েছে ইউনুস প্রশাসন। হাসিনা এবং তাঁর দল আওয়ামি লিগের নেতাদের বিরুদ্ধে ৬০-এর বেশি মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশের আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, 'শীঘ্রই ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার নোটিস জারি করা হবে। পলাতক স্বৈরতান্ত্রিকরা বিশ্বের যেখানেই লুকিয়ে থাকুন না কেন, তাঁদের ফিরিয়ে এনে আদালতে বিচার করা হবে।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ভারতের গোপন আস্তানায় শেখ হাসিনার ১০০ দিন, কোথায় কীভাবে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী
ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে! আবার ভারত বিরোধী বার্তা ছড়াচ্ছে মহম্মদ ইউনুস সরকার
সংবিধান থেকে উঠে যাবে 'ধর্মনিরপেক্ষতা' শব্দ? আদালতে জোর সওয়াল অ্যাটর্নি জেনারেলের