- Home
- World News
- Bangladesh News
- খালেদা পুত্র তারেক রহমানই বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী? BNP নেতার পথের কাঁটা জামাত
খালেদা পুত্র তারেক রহমানই বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী? BNP নেতার পথের কাঁটা জামাত
১৭ বছর পরে দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন বিএনপি নেতা তারেক রহমান। BNP নেতাকেই বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী হিসেবে দেখছে অনেকে। কিন্তু তাঁর পথের কাঁটা জামাত

তারেক রহমান
খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ১৭ বছর পর দেশে ফিরেছেন। দেশে ফিরেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। বাংলাদেশে গুঞ্জন তিনি সেদেশের ভাবী প্রধানমন্ত্রী। কিন্তু ওয়াকিবহাল মহল মনে করছে তারেকের পথের কাঁটা জামাত।
তারেককে চিনুন
৬০ বছর বয়সী তারেক রহমান। ২০০৮ সাল থেকেই তিনি লন্ডনে ছিলেন। হাসিনা সরকারের গ্রেফতারি এড়াতেই এই ব্যবস্থা করেছিলেন তারেক। তবে খালেদা জিয়ার অসুস্থতার সময় থেকেই তাঁকে সামনে রেখেই এগিয়ে যেতে চাইছে বিএনপি। তেমনই বার্তা দিয়েছেন একাধিক নেতা।
তারেকের পথের কাঁটা
বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ওয়াকিবহালরা মনে করছেন তারেকের পথের কাঁটা জামাত। জামাতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তারেককে। তবে মা খালেদা জিয়ার মতই তারেক সম্পূর্ণরূপে হিন্দু বিরোধী নন- এটা প্রমাণ করার চেষ্টা করেছেন প্রথম দিনের ভাষণেই। তিনি বলেছেন, সকলে মিলে নতুন বাংলাদেশ গঠন করার কথা। কিন্তু তারেকের পথ যে খুব মসৃণ হবে তা নয়।
তারেকের সমস্যা
তারেক রহমান দীর্ঘ দিনই বাংলাদেশ ছাড়া। বাংলাদেশের মাটি আর স্থানীয় মানুষের মনে কথা বুঝতে তাঁর সময় লাগবে। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট ঘন ঘন পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনও তাঁকে বুঝতে হবে। বাংলাদেশের জামাতের ক্ষমতা দ্রুত বাড়ছে। পাশাপাশি বাড়ছে জাতিগত হিংসা। এগুলিও মোকাবিলা করতে হবে।
হাতে সময় কম
কিন্তু তারেকের হাতে সময় কম। কারণ আগামী ফেব্রুয়ারি মাসেই বাংলাদেশে জাতীয় নির্বাচন। তিনি এই অল্প সময়ে ঘর কতটা গোছাতে পারবেন সেতাই এখন দেখার। তবে তারেককে ভাবী প্রধানমন্ত্রী হিসেবে দেখা হলেও বাংলাদেশের মসনদ দখলে তাঁর পথ যে খুব একটা সুগম হবে না তা অবশ্য বলার অপেক্ষা রাখে না।

