Bangladesh News: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) কয়েক বছর আগে একবার বলেছিলেন, সরকার ও পুলিশের পক্ষে সবার বাড়িতে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) শাসনকালে দেখা যাচ্ছে, বাড়িতেও নিরাপদ নন হিন্দুরা।
Muradnagar Rape Case: দরজা ভেঙে জোর করে বাড়িতে ঢুকে মারধর, ধর্ষণ। সেই ঘটনার ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া। বাংলাদেশের (Bangladesh) কুমিল্লার (Cumilla) মুরাদনগর (Muradnagar) উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তায় এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। বাপের বাড়িতে কিছুদিনের জন্য থাকতে এসে স্থানীয় এক বিএনপি (Bangladesh Nationalist Party) নেতার অত্যাচারের শিকার হয়েছেন এক হিন্দু মহিলা। বাড়িতে অন্য কারও না থাকার সুযোগ নিয়ে জোর করে ঢুকে পড়ে এই কাণ্ড ঘটিয়েছে পরিচিত দুষ্কৃতী ফজর আলি ফজর। তার বিরুদ্ধে আরও অনেক অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আছে। কিন্তু গত বছর শেখ হাসিনা (Sheikh Hasina) ক্ষমতা হারানোর পর বিএনপি-র ঘনিষ্ঠ হয়ে পড়ে ফজর। ফলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না পুলিশ। মুরাদনগরের এই ঘটনার পর অভিযোগ দায়ের করা হলেও, অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন
মুরাদনগরের এই ঘটনায় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা চরম ক্ষুব্ধ। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, 'বাংলাদেশে হিন্দু হয়ে জন্মানো অভিশাপ।' কিন্তু এই পরিস্থিতিতে নির্যাতিতার পাশে দাঁড়ানো বা ন্যায়বিচারের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়ার বদলে অভিযুক্তকে আড়াল করার চেষ্টায় বিএনপি শীর্ষ নেতৃত্ব। অভিযোগ প্রত্যাহারের জন্য নির্যাতিতার পরিবারের উপর চাপ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। অভিযুক্ত দলীয় নেতার পাশে দাঁড়িয়ে নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি। ফলে নির্যাতিতা আদৌ ন্যায়বিচার পাবেন কি না, সে বিষয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
ঠিক কী হয়েছিল?
নির্যাতিতা জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাতে পাশের বাড়িতে পুজো ছিল বলে বাড়ির সবাই সেখানে গিয়েছিলেন। তিনি একাই বাড়িতে ছিলেন। রাত ১০টা নাগাদ ফজর এসে দরজা খুলে দিতে বলে। তিনি দরজা না খোলায় সে জোর করে দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। তারপর ছুরি দেখিয়ে ধর্ষণ করে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে ফজরকে ধরে ফেলেন। তাকে মারধর করা হয়। তবে কোনওরকমে সে পালিয়ে যায়। তারপর থেকেই সে নিরুদ্দেশ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


