সংক্ষিপ্ত

বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার খবর পাওয়া যাচ্ছে। এরই মধ্যে রংপুরে এক মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের পর খুনের অভিযোগ উঠল।

বাংলাদেশের রংপুরে এক মাদ্রাসায় নাবালক পড়ুয়ার উপর যৌন নির্যাতন চালানোর পর তাকে খুনের অভিযোগ উঠল। এই ঘটনায় অভিযুক্ত এক শিক্ষক ও এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। আরও কোনও শিক্ষক এই ঘটনার সঙ্গে জড়িত কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় ওই মাদ্রাসার বাকি ছাত্ররা আতঙ্কিত হয়ে পড়েছে। সহপাঠীর এই মর্মান্তিক পরিণতি নাবালক পড়ুয়াদের মনে প্রভাব ফেলেছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করছে, তাদেরও একই পরিণতি হতে পারে। শিক্ষকই এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় নাবালক পড়ুয়াদের অভিভাবকরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

মাদ্রাসায় ভর্তি হওয়ার কিছুদিনের মধ্যেই মর্মান্তিক পরিণতি

খুন হওয়া শিশুর বাবা জানিয়েছেন, ‘তিন সপ্তাহ আগেই ছেলেকে রংপুরের গণেশপুুর অঞ্চলের বকুলতলা জান্নাতবাগ মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে ভর্তি করি। ওর সঙ্গে বৃহস্পতিবার দুপুরে শেষবার ফোনে কথা হয়েছিল। ও বলেছিল, শুক্রবার ছুটি নিয়ে বাড়ি ফিরবে। সেই কথা অনুযায়ী ওর মা মাংস কিনে রেখেছিল। কিন্তু বাড়িতে আসার বদলে ছেলেকে হাসপাতালের মর্গে যেতে হল। আমার ছেলেকে যৌন নির্যাতনের পর খুন করা হয়েছে। এই ঘটনায় আমি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

তদন্ত চালাচ্ছে পুলিশ

রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানায় হত্যার মামলা দায়ের করেছেন এই শিশুর বাবা। ওসি আতাউর রহমান জানিয়েছেন, ‘বৃহস্পতিবার রাতে সবাই নমাজ পাঠ করতে গেলেও, ওই শিশু যায়নি। এরপর খোঁজ শুরু হয়। মাদ্রাসার তৃতীয় তলে এক ঘরে ওই শিশুর দেহ পাওয়া যায়। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। শুক্রবার অভিযুক্ত শিক্ষক আব্দুর রহমান এবং এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বাংলাদেশে পালবদল! ১৭ বছর নির্বাচন কাটিয়ে লন্ডন থেকে দেশে ফিরছেন খালেদা-পুত্র রাতের রহমান

চট্টগ্রামে বাড়ি বাড়ি গিয়ে হিন্দু মহিলাদের গণধর্ষণ, পুরুষদের গণধোলাই, সংকটে হিন্দু হিন্দু সংখ্যালঘুরা

YouTube video player