সংক্ষিপ্ত
এদিকে বাংলাদেশ যে বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের দ্বারা পরিচালিত হচ্ছে সে কথা অবশ্য বলার অপেক্ষা রাখে না। জানা গিয়েছে, এবার আন্দোলনকারী সেই ছাত্রনেতার সঙ্গে সেনার চাপানউতোর নতুন মাত্রা নিয়েছে বাংলাদেশে (Bangladesh News)। ফের উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার পরিস্
ঢাকা: গত বছর ৫ অগাস্ট কোটা বিরোধী আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। পদ্মাপাড়ের অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে দেশ ছাড়তে হয় তৎকালী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina)। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে বাংলাদেশের ফের অভ্যুত্থান হয়েছে সেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ক্রমশ বাড়ছে সেনার চাপানউতোর।
এদিকে বাংলাদেশ যে বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের দ্বারা পরিচালিত হচ্ছে সে কথা অবশ্য বলার অপেক্ষা রাখে না। জানা গিয়েছে, এবার আন্দোলনকারী সেই ছাত্রনেতার সঙ্গে সেনার চাপানউতোর নতুন মাত্রা নিয়েছে বাংলাদেশে (Bangladesh News)। ফের উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার পরিস্থিতি। এরই মধ্যে রবিবার রাতে গ্রেফতার বাংলাদেশের ছাত্র আন্দোলনের অন্যতম মুখ সেই নেতা আক্তার হোসেন।
জানা গিয়েছে, বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে। মনে করা হচ্ছে, এই রাজনৈতিক দলের কারণে বাংলাদেশের রাজনীতির বহু সমীকরণ বদলে যাবে। শুধু তাই নয়, ইউনূস শাসনে বাংলাদেশে ক্রমশ খারাপ হচ্ছে আইনশৃঙ্খলার অবস্থা। বদলের বাংলাদেশে চলছে সংসদে ভাঙচুর, মুজিবের স্মৃতি একেবারে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার কর্মযজ্ঞ। বাড়ছে হিন্দুদের ওপর অত্যাচার থেকে নারী নির্যাতন। বারবার একই ঘটনায় ক্ষুদ্ধ বাংলাদেশবাসী নেমেছে রাস্তায়। তারপরেও নেভেনি হিংসার আগুন। এদিকে বাংলাদেশে ক্রমশ নিয়ন্ত্রণ বাড়াতে শুরু করেছে সেনাবাহিনী। তাহলে কী এবার বেগতিক পরিস্থিতি বুঝে পাল্টা কৌশল নিতে শুরু করেছেন ইউনূস? এটাই এখন বড় প্রশ্ন!
সূত্রের খবর, একটি গণ্ডগোলের ঘটনায় গ্রেফতার করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির সিলেটের জেলা আহ্বায়ক আক্তার হোসেনকে। বাংলাদেশ পুলিশ সূত্রে খবর, রবিবার সিলেটের জালালাবাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে ওই ছাত্রনেতাকে। শনিবার একটি ইফতারের অনুষ্ঠানে মারামাররির ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেক আরও এক নেতা মাহবুবুর রহমান শান্তের অভিযোগে গ্রেফতার করা হয়েছে আক্তারকে। ফলে মনে করা হচ্ছে এর রাজনৈতিক জল অনেকদূর বিস্তৃত। এদিকে বেশকিছু দিন ধরেই ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখতে শুরু করেছেন বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়েও একের পর এক মন্তব্য করতে শোনা গিয়েছে হাসিনাকে।
তাঁর এই মন্তব্যের পিছনে ভারতের হাত রয়েছে বলেও অভিযোগ করেছেন আওয়ামি লিগ বিরোধীরা। যদিও সম্প্রতি ইউনূস দাবি করেছেন, আওয়ামি লিগ নিষিদ্ধ করার ব্যাপারে আপাতত কোনও চিন্তাভাবনা নেই বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের। এদিকে ক্রমাগত হিন্দুদের ওপর নির্যাতন, তাঁদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনা এবং ফের বাংলাদেশে সেনার সক্রিয়তা বদলাবে কি ইউনূস শাসনের পাঠ! হাওয়া এখন অন্যদিকে বইতে শুরু করেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।