সংক্ষিপ্ত
- নতুন লোগো আনল ফেসবুক
- ফেসবুকের কর্পোরেট লোগোর আত্মপ্রকাশ
- একাধিক রঙে বদলাবে লোগোর হরফ
- খুব শীঘ্রই চালু হবে নতুন লোগো
সময়ের সঙ্গে তাল রেখে নতুন পথ চলা শুরু সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুকের। এবার নতুন কর্পোরেট লোগো আনল সংস্থাটি। ফেসবুক বলতে এখন আর শুধু ফেসবুক অ্যাপ নয়। এর অধীনে রয়েছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, অকুলাস, পোর্টাল, ক্যালিব্রার মত নানা সাইটগুলি। এই লোগো দিয়ে সব প্রতিষ্ঠানকে আর ঠিকমত তুলে ধরা সম্ভব হচ্ছিল না। তাই লোগো বদল হল ফেসবুকের।
দেখুন ভিডিও: মুখ্যমন্ত্রী হচ্ছেন আদিত্য, ঠাকরে হাউসের বাইরে পড়ল পোস্টার, বাড়ছে জল্পনা
সোমবার ফেসবুক তাদের নিউজরুমে প্যারেন্ট সংস্থা হিসেবে নতুন লোগো প্রকাশ করেছে। যাতে বদলে গিয়েছে নীলের উপর সাদা মোটা হরফের লোগো। ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে মিনিমালিস্ট সরু হরফের লোগো এনেছে ফেসবুক। আগে ফেসবুকের লোগোটি ছিল ইংরেজির ছোট হাতের হরফে। এবার ফেসবুকের কর্পোরেট লোগো পুরোটাই বড় হরফের হবে। তবে ফেসবুক অ্যাপ লোগোর কোনও বদল হচ্ছে না।
দেখুন ভিডিও: আইনজীবীদের হাতে মার খেয়ে পুলিশের বেনজির বিক্ষোভ রাজধানীতে, দেখুন ভিডিও
আরও পড়ুন: ঝাড়গ্রামে নয়ানজুলি থেকে উদ্ধার ১০ ফুটের পাইথন, বিশাল সাপ দেখতে ভিড় গ্রামবাসীদের
জিআইএফের মকো হচ্ছে নতুন লোগো। ফলে একাধিক রঙে বদলাতে থাকবে হরফগুলি। সাদা ব্যাকগ্রাউন্ডের উপর হচ্ছে এই লোগো। যাতে নীল রঙ দিয়ে ফেসবুক, সবুজ রঙ দিয়ে হোয়াটসঅ্যাপ ও গোলাপি রঙ দিয়ে ইনস্টাগ্রামকে বোঝানো হচ্ছে। ফেসবুকের নতুন লোগ বিভিন্ন পণ্য ও সেবার পাশাপাশি বিপণন উপকরণে দেখা যাবে। খুব শীঘ্রই এই লোগো চালু হবে বলে জানা গিয়েছে।