India Pakistan News: পহেলগাঁও হামলার (Pahalgam Attack) পর এ কী অবস্থা পাকিস্তান সেনার অন্দরে। জানা যাচ্ছে, ৬০০ জন পাক সেনা ইস্তফা দিয়েছেন!

India Pakistan News: ভারত সরকার, ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনার চাপে রীতিমতো ভয়ে কাঁপতে শুরু করেছে পাকিস্তান। ইতিমধ্যেই একটি চিঠি ভাইরাল হয়েছে। সেই ভাইরাল হওয়া চিঠিতে দেখা যাচ্ছে যে, পাকিস্তানের ১০০ জন সেনাকর্তা (Army Officer) এবং ৫০০ জন জওয়ান ইতিমধ্যেই ইস্তফাপত্র জমা দিয়েছেন সেই দেশের স্বরাষ্ট্র দফতরের কাছে (India Pakistan News)।

তাহলে কি ভারতের সঙ্গে যুদ্ধে হেরে যাওয়ার ভয়েই গণইস্তফা দিতে শুরু করেছেন তারা? প্রসঙ্গত, পাক সেনাপ্রধান আসিম মুনির নিজেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে শোনা যাচ্ছে। তার মধ্যেই আবার পাকিস্তান সেনাবাহিনীতে গণইস্তফার ছবি এবার প্রকাশ্যে চলে এল (India Pakistan Latest News)।

Scroll to load tweet…

পহেলগাঁওতে নিরস্ত্র পর্যটকদের উপর নৃশংস হত্যালীলা চালিয়েছে জঙ্গিরা। আর সেই জঙ্গিদের মদতদাতা যে সেই পাকিস্তান, তা এখন জলের মতো স্পষ্ট হয়ে গেছে। আর যে কোনও মুহূর্তে প্রতিশোধ নিতে পারে ভারত, সেই ভয়েই এখন প্রমাদ গুনছে পাকিস্তান। 

এহেন পরিস্থিতিতেই নাকি উধাও হয়ে গেছেন পাক সেনাপ্রধান? দাবি উঠছে, যুদ্ধের সম্ভাবনা শুরু হতেই নাকি ভয়ে লুকিয়ে পড়েছেন সেই দেশের সেনাবাহিনীর প্রধান। এমনকি, হামলার ভয়ে রাওয়ালপিন্ডির একটি বাঙ্কারে লুকিয়ে আছেন তিনি, এমন খবরও আসছে (India Pakistan War)। 

অনেকে আবার এও দাবি করছেন যে, সপরিবারে বিদেশে পালিয়ে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান। পরে আবার একটি ছবি পোস্ট করে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছেন, পাক সেনাপ্রধান মোটেই দেশ ছেড়ে পালিয়ে যাননি।

YouTube video player

এবার সেই আবহের মধ্যেই প্রকাশ্যে চলে এসেছে পাক সেনাবাহিনীতে গণইস্তফার খবরটি। গত কয়েকদিনে নাকি পাকিস্তান সেনাবাহিনীর ৫০০ জন জওয়ান এবং ১০০ জন আধিকারিক ইস্তফা দিয়েছেন বলে জানা গেছে। তবে ভাইরাল হওয়া সেই চিঠির সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা ((India Pakistan War News)। 

সূত্র মারফৎ জানা গেছে, যুদ্ধের এই ভয়ানক আবহে প্রত্যেকদিন একাধিক নতুন নির্দেশ জারি করা হচ্ছে উপরমহলের তরফ থেকে। এমনকি, আচমকাই সেনাকর্তাদের বদলি করে দেওয়া হচ্ছে সব নতুন নতুন পদে। তার থেকেও বড় বিষয়, বদলির ক্ষেত্রে নাকি এমনিতেই দীর্ঘদিন ধরেই স্বজনপোষণের অভিযোগ রয়েছে পাক সেনার অন্দরে। 

শুধু কি টাই? সঠিক সময়ে নাকি তারা বেতনও পান না। তাই অনেকেই বলতে শুরু করেছেন, একে তো সেই দেশের ভাঁড়ে মা ভবানী দশা। তার মধ্যে যুদ্ধের আবহে আসলে ভয় পেয়েছে পাকিস্তানি সেনারা। তাই পালিয়ে বাঁচতে চাইছেন তারা। 

Scroll to load tweet…

সেইজন্যই, এই গণইস্তফার হিড়িক পড়ে গেছে। আসলে ভারত সরকার এমন চাপ দিয়েছে যে, রীতিমতো সেই ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে পাকিস্তান। তাই শোনা যাচ্ছে, পাকিস্তানের ১০০ জন সেনাকর্তা এবং ৫০০ জন সেনা জওয়ান নাকি ইতিমধ্যেই ইস্তফাপত্র জমা দিয়েছেন সেই দেশের স্বরাষ্ট্র দফতরের কাছে (India Pakistan News)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।