সংক্ষিপ্ত

পাকিস্তান এয়ার লাইন্সের PK-306 নম্বরের ওই বিমানটি করাচি থেকে লাহোরে আসছিল। সেই সময়ই ঘটে এই দুর্ঘটনা। যদিও লাহোর বিমানবন্দরে অবতরণের পর দেখা যায় বিমানের পিছনের একটি চাকা খুলে পড়ে গিয়েছে। তবে সেটি কোথায় খুলে পড়ে গিয়েছে তা এখনও জানা যায়নি।

লাহোর: পাকিস্তান (Pakistan News) আর 'বিপদ' যেন সমার্থক শব্দ! এবার পাক আকাশে ঘটল নতুন বিপত্তি। চাকা ছাড়াই পাকিস্তান বিমানবন্দরে অবতরণ করল পাকিস্তান এয়ার লাইন্সের একটি যাত্রীবাহি বিমান। ঘটনার খবর জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন বিমানের যাত্রীরা। যদিও যাত্রীরা সকলেই সুস্থ এবং সুরক্ষিত রয়েছেন বলে জানানো হয়েছে পাক এয়ার লাইন্সের তরফে।

সূত্রের খবর, বিষয়টি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার সকালে। পাকিস্তান এয়ার লাইন্সের PK-306 নম্বরের ওই বিমানটি করাচি থেকে লাহোরে আসছিল। সেই সময়ই ঘটে এই দুর্ঘটনা (International News)। যদিও লাহোর বিমানবন্দরে অবতরণের পর দেখা যায় বিমানের পিছনের একটি চাকা খুলে পড়ে গিয়েছে। তবে সেটি কোথায় খুলে পড়ে গিয়েছে তা এখনও জানা যায়নি। করাচি বিমান বন্দর থেকে রওনা দেওয়ার সময় নাকি মাঝ আকাশে বিমানের চাকা খুলে গিয়েছে তা জানতে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে পাকিস্তান এয়ার লাইন্স (Pakistan Airlines)।

এই বিষয়ে পাকিস্তান এয়ার লাইন্সের এক উচ্চ পদস্থ আধিকারিক এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে জানিয়েছেন যে, বিমানের চাকার একটি অংশ লাহোর বিমানবন্দরে (Lahore Airport) পাওয়া গিয়েছে। তবে সেটি 'PK-306' বিমানের কিনা তা অবশ্য স্পষ্ট নয়। অন্যদিকে, করাচি বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে রওনা দেওয়ার সময়ই বিমানের চাকা খুলে গিয়েছিল কিনা তা পরিস্কার করে জানাতে পারেনি ওই আধিকারিক। তবে চাকা ছাড়াই যেভাবে বিমান অবতরণ করল তাতে কোনও বিপদ ঘটে গেল যাত্রীদের প্রাণহানির আশঙ্কা থাকত। যদিও বরাতজোরে বিপদ এড়ানো গিয়েছে। অন্যদিকে বিষয়টি নিয়ে এটাও দাবি করা হয়েছে যে, চাকা খুলে গেলেও নিরাপদে নামানো হয়েছে বিমানটিকে। বিমানের চাকার পরিস্থিতি যে খারাপ, তা ভাবে নজর এড়িয়ে গেল, কার গাফিলতিতে এই ধরনের ঘটনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে পাক বিমান সংস্থা সূত্রে খবর।

তবে এখন দেখার সত্যিই কী পাকিস্তান এয়ার লাইন্সের বিমানের (PK-306) চাকা খুলে পড়ে গেল, নাকি কেউ চাকা চুরি করে নিয়ে গেল! গোটা বিষয়টিই এখন অবশ্য তদন্ত সাপেক্ষ।