'অপারেশন সিঁদুর' কাপুরুষের মতো পদক্ষেপ চর্চায় পাকিস্তানি অভিনেত্রীরা। ভারতের ব্যান পাক তারকাদের সমাজমাধ্যম অ্যাকাউন্ট।

ভারতে পাকিস্তানি তারকাদের অনুরাগীসংখ্যা নেহাত কম নয়। তাই পহেলগামের হামলার পরেই ভারত সরকারের পক্ষ থেকে ভারতে পাকিস্তানের অভিনেতা-অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। আটকে গিয়েছে ‘আবির গুলাল’ সিনেমার মুক্তিও।

তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে এখন ঢুকলেই দেখা যাচ্ছে ‘অ্যাকাউন্ট নট অ্যাভলেবল ইন ইন্ডিয়া। আর এর কারণ হলো আমরা আইনি অনুরোধে এ প্রোফাইলের কনটেন্ট নিষিদ্ধ করেছি’।

গত ২২ এপ্রিল পহেলগামে পাকিস্তানী জঙ্গির হামলায় ২৬ জন পর্যটক মারা যান। এর প্রতিঘাতে ভারত 'অপারেশন সিঁদুর' অভিযান চালায় যা পাকিস্তানের ৯ টি জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করে। ভারতেই এই সাহসী প্রত্যাঘাতী অভিযানকে কাপুরুষোচিত পদক্ষেপ বলে নিন্দা পাকিস্তানি অভিনেত্রীদের।

পাকিস্তানী হানিয়া আমির তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখছেন, “আমার কাছে বলার মতো ভাল শব্দ এখন নেই। আমার রাগ হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। মন ভার হয়ে রয়েছে। এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবার ভেঙে পড়েছে। সেটা কিসের জন্য? এই ভাবে মোটেও সুরক্ষা দিতে হয় না। এটা নিষ্ঠুরতা। নিরীহ মানুষের উপর বোমা ছুড়ে সেটাকে কৌশল বলছেন! এটাকে শক্তি বলে না। এটা লজ্জাজনক। এটা কাপুরুষোচিত। আমরা আপনাদের দেখছি।”

আরেকজন অভিনেত্রী মাহিরা, তিনি পহেলগাঁও কাণ্ডেরও নিন্দা করেছিলেন। এবার ‘অপারেশন সিঁদুর’ বললেন, “সত্যিই কাপুরুষোচিত। আল্লাহ যেন আমাদের দেশকে রক্ষা করে। মানুষের যেন সুবুদ্ধি বজায় থাকে।”

অন্যদিকে পাকিস্তানী অভিনেত্রী মাওরা হোসেন, যিনি বলিউডেও কাজ করেছেন। তিনি বলেছেন, “পাকিস্তানের উপর ভারতের এই কাপুরুষোচিত অভিযানের চরম নিন্দা করি। নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। আল্লাহ আমাদের রক্ষা করুক।”