- Home
- World News
- United States
- ভারত-পাকিস্তান যুদ্ধেই কী ধ্বংস হবে পৃথিবী? ভিনগ্রহীদের সতর্কতা নিয়ে সাবধান করেছিলেন পার্কার
ভারত-পাকিস্তান যুদ্ধেই কী ধ্বংস হবে পৃথিবী? ভিনগ্রহীদের সতর্কতা নিয়ে সাবধান করেছিলেন পার্কার
Aliens Prediction: ধ্বংস করে যাবে পৃথিবী। কথায় আছে যার সৃষ্টি রয়েছে তার বিনাশও রয়েছে। কিন্তু প্রশ্ন হল কী করে ধ্বংস হবে পৃথিবী? সম্প্রতি এক ব্যক্তি জানিয়েছেন পৃথিবী ধ্বংসের কথা।

ধ্বংস হবে পৃথিবী
ধ্বংস করে যাবে পৃথিবী। কথায় আছে যার সৃষ্টি রয়েছে তার বিনাশও রয়েছে। কিন্তু প্রশ্ন হল কী করে ধ্বংস হবে পৃথিবী? সম্প্রতি এক ব্যক্তি জানিয়েছেন পৃথিবী ধ্বংসের কথা।
তিনি...
সেই ব্যক্তি হলেন আমেরিকার মিসিসিপির বাসিন্দা কেলভিন পার্কার। তিনি জানিয়েছেন, ভিনগ্রহীরা তাঁকে জানিয়েছে কী করে ধ্বংস হবে এই পৃথিবী
কেলভিন পার্কারের দাবি
কেলভিন পার্কারের দাবি তাঁকে ভিনগ্রহীরা অপহরণ করেছিল। তাও আবার একবর নয় , দুবার। আর সেই সেময়ই ভিনগ্রহীরা জানিয়েছে কী করে ধ্বংস হবে পৃথিবী।
ভিনগ্রহীদের সতর্কতা
কেলভিন পর্কার জানিয়েছেন, ভিনগ্রহীরা পৃথিবীর ধ্বংস নিয়ে তাঁকে সতর্ক করেছিল। বলেছিল মানুষ নিজেই ধ্বংস করে দেবে পৃথিবী।
মানুষ নিজের বিপদ ডেকে আনবে
কেলভিন পার্কার দাবি করেছিলেন মানুষ নিজের বিপদ নিজেই ডেকে আনবে। গ্রহাণুর সংঘর্ষ, এআই আধিপত্য, পরিবেশের ক্ষতি- এগুলি হতে পারে পৃথিবী ধ্বংসের কারণ।
ভিনগ্রহীদের অপহরণ
কেলভিন পার্কার বলেছেন, তাঁকে আর তাঁর বব্ধু চার্লস হিকসনকে নদীর ধারে মাছ ধরার সময় ভিনগ্রহীরা অপহরণ করে নিয়ে দিয়েছিল। যদিও প্রথম সেই দাবি করে হিকসন হৈচৈ ফেলে দিয়েছিলেন। পার্কার ছিলেন চুপচাপ। পরবর্তীকালে তিনি এই প্রসঙ্গে কথা বলেন।
ভিনগ্রহীদের বার্তা
পার্কার ১০০২ সালে একটি অনুষ্ঠানে বলেছিলেন, তাঁদের অপহরণ করে ভিনগ্রহীরা বলেছিল, 'আমাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই। তোমার নিজের লোকেরাই পৃথিবী ধ্বংস করবে। ওদের ভয় পাও।'
পৃথিবীর নমুনা
পার্কার সেই সময় আরও দাবি করেছেন, যে ভিনগ্রহীরা সেই সময়েই পৃথিবীর ফসল আর মাটির নমুনা সংগ্রহ করেছিল। সেগুলি নিয়ে গিয়েছিল।
পার্কারের মৃত্যু
২০২৩ সালে মৃত্যু হয় পার্কারের। মৃত্যুর আগে এক ব্যক্তির সঙ্গে ভিনগ্রহীদের নিয়ে আলোচনা করেছিলেন। সেখানে তিনি বিশ্ববাসীকে আরও মানবিক হওয়ার আহ্বান জানিতেছিলেন।
ভিনগ্রহীদের নিয়ে তথ্য
অনেকেই দাবি করেন তাঁরা ভিনগ্রহীদের দেখেছেন। তাদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু বিজ্ঞানীরা এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কিছু বলেননি।

