Bangladesh News: অশান্ত বাংলাদেশে অব্যাহত নৈরাজ্য। ক্রমশ প্রকাশ্যে আসছে ইউনূসের আসল চেহারা। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কী রকম তা প্রায় পরিস্কার গোটা বিশ্বের কাছে। শহর থেকে গ্রাম, বাংলাদেশে মুসলিমদের হাতে অত্যাচারিত হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা।  

Bangladesh News: অশান্ত বাংলাদেশে অব্যাহত নৈরাজ্য। লাগাতার হিন্দুদের উপরে নির্যাতনে ক্রমশ প্রকাশ্যে আসছে ইউনূসের আসল চেহারা। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কী রকম তা প্রায় পরিস্কার গোটা বিশ্বের কাছে। শহর থেকে গ্রাম, বাংলাদেশে মুসলিমদের হাতে অত্যাচারিত হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা। দেশজুড়ে এই উদ্বেগময় পরিস্থিতিতে এবার বাংলাদেশ নিয়ে কড়া সিদ্ধান্তের পথে হাঁটল ট্রাম্প সরকার।

হাসিনা বিদায়ের পর থেকেই অশান্তি অরাজকতা বাংলাদেশ জুড়ে। বর্তমান অন্তর্বর্তী সরকার মহম্মদ ইউনূসকে তিনি যে মোটেও সহ্য করতে পারেন না ট্রাম্পের আচরণে সেই ইঙ্গিত আগেই মিলেছিল। এবার বাংলাদেশে ভ্রমণের বিষয়ে আরও কড়া পদক্ষেপ নিলো ডোনাল্ড ট্রাম্প সরকার।

বাংলাদেশ নিয়ে কী পদক্ষেপের কথা ঘোষণা করেছেন ট্রাম্প (Trump on Bangladesh):-

শনিবার এই বিষয়ে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, বাংলাদেশে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে মার্কিন নাগরিকদের জন্য লেভেল ৩ ও লেভেল ৪ সতর্কতা জারি করেছে ট্রাম্প সরকার। জানেন কী এই লেভেল ৩ ও লেভেল ৪ সতর্কতা?

সূত্রের খবর, শনিবার এই বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে যে, মার্কিন নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ করা পুনর্বিবেচনা করা উচিত। সেখানে অস্থিরতা, অপরাধ, সন্ত্রাসবাদের মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এই অবস্থায় ওই দেশে ঘুরতে গেলে প্রাণ সংশয় হতে পারে।

বাংলাদেশের জন্য লেভেল-৩ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে কিছু অংশ, যেমন খাগরাচারি, রাঙামাটি, বান্দারবন পার্বত্য এলাকার মতো বেশ কিছু জায়গায় ‘লেভেল-৪’ সতর্কতা জারি করা হয়েছে। লেভেল-৪ সতর্কতা হল- ‘ডু নট ট্রাভেল’। অর্থাৎ না যাওয়ার সতর্কবার্তা। মার্কিন সতর্কবার্তায় আরও বলা হয়েছে, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক হিংসা, অপরাধ, সন্ত্রাসবাদ, অপহরণ ও নিরাপত্তার ঝুঁকি রয়েছে। তাই এই জায়গাগুলিতে মার্কিন নাগরিকদের ভ্রমণ করতে বারণ করা হয়েছে। এই জায়গাগুলিতে গুলি চলা, আইইডি বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে বলেই সতর্ক করা হয়েছে।

শুধু তাই নয়, মার্কিন প্রশাসনের তরফে এই মুহুর্তে বাংলাদেশে ভ্রমণের জন্য আমেরিকার নাগরিকদের মানা করা হয়েছে। শুধুমাত্র কূটনীতিক এবং অন্যান্য সরকারি আধিকারিকদের যেতে বলা হয়েছে। তবে অবশ্যই কাজের প্রয়োজনে। এছাড়াও তাঁদের সবসময় সংবাদ মাধ্যম এবং চারপাশের পরিস্থিতির উপর কড়া নজর রাখতে বলা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।