Student Death News: কানাডা পুলিশ সূত্রে জানা গিয়েছে, কানাডার হ্যামিলটনে দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াইয়ের মাঝে পড়ে এক ভারতীয় ছাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ২১ বছর বয়সী হরসিমরত রনধাওয়া বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন।                        

Student Death News: ফের বিদেশ বিভুঁইয়ে ভারতীয় ছাত্রীর মৃত্যু। এবার দু-পক্ষের গুলির লড়াইয়ের মাঝখানে পড়ে বেঘোরে প্রাণ হারালেন বছর ২১-এর এক ভারতীয় ছাত্রী। মৃতের নাম-হরসিমরত রনধাওয়া। জানা গিয়েছে, ঘটনাটি যখন ঘটেছিল সেই সময় ওই পড়ুয়া তরুণী বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন।

কানাডা পুলিশ সূত্রে জানা গিয়েছে, কানাডার হ্যামিলটনে দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াইয়ের মাঝে পড়ে এক ভারতীয় ছাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ২১ বছর বয়সী হরসিমরত রনধাওয়া বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। সেই সময় দুটি গাড়ির মধ্যে চলা গুলির লড়াইয়ে একটি গুলি এসে তাঁর গায়ে লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

এই বিষয়ে শনিবার সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, হ্যামিলটনের অন্টারিওর মোহক কলেজের ছাত্রী হরসিমরত রনধাওয়া কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, ঠিক তখনই ঘটনাটি ঘটে। গত চার মাসে কানাডায় এই নিয়ে চতুর্থ ভারতীয় নাগরিকের মৃত্যু হল।

গোটা ঘটনার খবর জানিয়ে এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছে কানাডায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। হরসিমরত রনধাওয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে পরিবারকে সবরকম সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় হাই কমিশন। এই বিষয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়, ''ভারতীয় ছাত্রী হরসিমরত রনধাওয়ার মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। স্থানীয় পুলিশের তরফে বলা হয়েছে, তিনি সম্পূর্ণ নির্দোষ ছিলেন এবং দুই গাড়ির মধ্যে গুলির ঘটনায় ছোড়া একটি গুলিতে তিনি প্রাণ হারান। বর্তমানে তার হত্যাকাণ্ডের তদন্ত চলছে। আমরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং প্রয়োজনীয় সবরকম সহায়তা দেওয়ার চেষ্টা করছি।''

অন্যদিকে, ঘটনাস্থলের CCTV ফুটেজ খতিয়ে দেখা গিয়েছে, একটি কালো গাড়ির এক যাত্রী একটি সাদা সেডানের যাত্রীদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে। গুলি চালানোর পর উভয় গাড়িই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, গুলির ওই ঘটনায় ছোড়া বুলেটের কিছু অংশ পাশের একটি বাড়ির জানালায় আঘাত করে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।

প্রসঙ্গত, গত চার মাসে কানাডায় চার ভারতীয় নিহত হওয়ার ঘটনা সামনে এসেছে। এর আগে তিনজন ভারতীয় পৃথক ঘটনায় প্রাণ হারান, যার পর ভারত সরকার কানাডায় বসবাসকারী নাগরিকদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানায়, দেশটিতে ঘৃণাজনিত অপরাধ ও সহিংসতা বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। ২০২৪ সালের ১ ডিসেম্বর, পাঞ্জাবের লুধিয়ানার ২২ বছর বয়সী স্নাতকোত্তর শিক্ষার্থী গুরসিস সিংহকে তাঁর ভাড়ার বাড়িতে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। আরও এক ২২ বছর বয়সী পাঞ্জাবের ভারতীয় শিক্ষার্থী ঋত্তিকা রাজপুতের মৃত্যু হয়েছে, যখন বন্ধুদের সঙ্গে রাতে বনফায়ারের সময় একটি গাছ তাঁর উপর ভেঙে পড়ে। পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনার তদন্ত করছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।