শুল্কের প্রশ্নে ভারত ছাড়া একাধিক দেশের বিরুদ্ধে তোপ দাগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে চিন ও ব্রাজিল বা মেক্সিকো, কানাডার মত পণ্য থেকে বিপুল পরিমাণ শুল্ক আদায় করে। 

দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরই ভারতের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, আমেরিকান পণ্যে ভারত চড়া হারে শুল্ক নিয়ে থাকে। সেই কারণেই ভারতের বাজারে ভাল করে বাণিজ্য করতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকর করেছেন। সেখানে ট্রাম্প মোদীকে 'আমার বন্ধু' বলে অভিহিত করেছেন। কিন্তু তারপরেও ছবিটা কিছুমাত্র বদলায়নি। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে আবার শুল্ক নিয়ে ভারতকে কটাক্ষ করলেন ট্রাম্প। জানালেন, তিনি এসে ভারতের এত দিনের কীর্তি ফাঁস করে দিয়েছেন। এ বার নয়াদিল্লি শুল্ক কমাতে বাধ্য হবে।

ট্রাম্প আরও জানিয়েছেন, আমেরিকার পণ্যে শুল্ক হ্রাস করতে রাজি হয়েছে ভারত। তিনি আরও বলেন, 'ভারত আমাদের থেকে বিপুল পরিমাণে কর নেয়, আমরা তো ভারতে কিছুই বিক্রি করতে পারি না। তবে ওরা , যা করে এসেছে সেই কীর্তি এখন কেউ ফাঁস করে দিয়েছি। '

তবে শুধু ভারত নয়, শুল্কের প্রশ্নে একাধিক দেশের বিরুদ্ধে তোপ দাগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে চিন ও ব্রাজিল বা মেক্সিকো, কানাডার মত পণ্য থেকে বিপুল পরিমাণ শুল্ক আদায় করে। আমেরিকা দাবি করেছে, ভারতে শুল্কের পরিমাণ ১০০ শতাংশেরও বেশি। কোনও কোনও পণ্যের ক্ষেত্রে ২০০ শতাংশের বেশি শুল্ক নেয় মোদী সরকার। এই নীতিকে অন্যায় বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি আমেরিকার প্রতি বিভিন্ন দেশের শুল্কনীতির পল্টা পারস্পরিক শুল্র আরোপের কথাও জানিয়েছেন। অর্থাৎ যে দেশ আমেরিকার পণ্যে বেশি শুল্ক নেয় সেই দেশগুলির ওপর পাল্টা শুল্ক চাপানোরও হুমকি দিয়েছে আমেরিকা। এই নীতি গামী ২ এপ্রিল থেকে চালু হতে পারে বলেও মনে করা হচ্ছে। এই নীতি নিয়ে আমেরিকা ভারতের ওপরও বাড়তি শুল্ক চাপাতে পারে।

মোদীর সঙ্গে বৈঠকের পরই ভারতের শুল্ক নীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প। তিনি বলেন, ভারত যে পরিমাণ শুল্ক নেয় তা খুবই অন্যায়। তিনি আরও বলেছেন, এভাবে বাণিজ্য করা কঠিন। তিনি আরও বলেছিলেন ভারতে আমেরিকার কিছু বিক্রি করা খুবই কঠিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।