Ukraine Drone Attack News: রবিবার রাশিয়ার অভ্যন্তরে গোপন বায়ুসেনাঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে সারা বিশ্বকে অবাক করে দিয়েছে জেলেনস্কির দেশ। রাশিয়ার হৃদয়ে আঘাত নিয়ে কী বললেন ট্রাম্প? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

Ukraine Drone Attack News: রাশিয়ার বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনায় বিধস্ত পুতিনের দেশ। রাজধানী মস্কোর বায়ুসেনাঘাঁটি লক্ষ্য করে একের পর এক শক্তিশালী ড্রোন হামলা চালায় ইউক্রেন (Ukraine)। যা রাশিয়া তো বটেই গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে। কারণ, গত রবিবার রুশ বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে পরপর 'অপারেশন স্পাইডার ওয়েব' চালায় ইউক্রেন সেনাবাহিনী। যারফলে মুহুর্তের মধ্যে ধংস হয়ে গিয়েছে রাশিয়ার বোমারু বিমান Tu-95, Tu22M3 ও A-50-সহ ৪১টি বিমান।

জানা গিয়েছে, প্রায় দেড় বছর ধরে এই হামলার পরিকল্পনা করেছিল জেলেনস্কি সরকার। শুধু তাই নয়, ইউক্রেন থেকে থেকে ৫ হাজার কিলোমিটার দূরে রাশিয়ার মাটিতে আঘাত হানতে ট্রাকের করে পাঠানো হয় ড্রোনগুলি। আর এই হামলার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Putin)। দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে কথা হয় ফোনে।

এই বিষয়ে বলতে গিয়ে ট্রাম্প বলেন, '' রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে টেলিফোনে কথা বলেছেন। এই কথোপকথনে রুশ নেতা স্পষ্ট করে দিয়েছেন যে, ‘’রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের চালানো দুঃসাহসিক ড্রোন হামলার বিরুদ্ধে মস্কোকে পাল্টা প্রতিক্রিয়া জানাতেই হবে।''

রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা শেষ করার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "পুতিন খুব জোরালোভাবে বলেছেন যে ইউক্রেনের ড্রোন হামলার বিরুদ্ধে তাকে জবাব দিতে হবে।" রবিবার, ইউক্রেন এমন একটি ড্রোন হামলা চালায় যাকে যুদ্ধ বিশ্লেষকরা সামরিক ইতিহাসে সবচেয়ে দুঃসাহসিক হামলা হিসেবে বর্ণনা করেছেন। এই হামলায় রাশিয়ার ভূখণ্ডে অবস্থিত বিমান ঘাঁটিগুলোতে থাকা রুশ বিমানবাহিনীর জেট বিমানগুলিকে লক্ষ্যবস্তু করা হয় এবং ধ্বংস করা হয়। এই আক্রমণে রাশিয়ার কয়েক ডজন বোমারু বিমান, পরিবহন বিমান এবং আকাশপথে সতর্কীকরণ বিমান ধ্বংস হয়ে গিয়েছে।

রাশিয়ার অভ্যন্তরে অবস্থিত বিমান ঘাঁটিগুলোতে ইউক্রেনের ড্রোন হামলা মস্কোকে অবাক করে দিয়েছে। ধারণা করা হচ্ছিল, দূরত্বের কারণেই এসব বিমান নিরাপদ থাকবে ইউক্রেনীয় হামলা থেকে। এই আক্রমণ কিয়েভের মনোবলকে ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে, অন্যদিকে মস্কোর মনোবলে বড় ধরনের আঘাত হেনেছে। যদিও অত্যাশ্চর্য হামলার একদিন পর কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনা পরিকল্পনা অনুযায়ীই চলছিল, তবে গত ৪৮ ঘণ্টায় সংঘাত আরও তীব্র হয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেন, "আমি এইমাত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা শেষ করলাম। কলটি প্রায় এক ঘণ্টা ১৫ মিনিট স্থায়ী হয়েছিল। আমরা ইউক্রেন কর্তৃক রাশিয়ার বিমানগুলোতে হামলার বিষয়ে এবং উভয় পক্ষের দ্বারা ঘটে যাওয়া অন্যান্য বিভিন্ন আক্রমণ নিয়ে আলোচনা করেছি।"

ট্রাম্প বলেছেন, ‘’আজকের আলোচনা "ভালো" ছিল, "তবে এটি এমন কোনও কথোপকথন নয় যা তাৎক্ষণিক শান্তির দিকে নিয়ে যাবে।" রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন "খুব জোরালোভাবে" বলেছেন যে রাশিয়ার বিমানক্ষেত্রগুলোতে সাম্প্রতিক হামলার জবাব দিতে হবে। রুশ প্রেসিডেন্টের এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো, যখন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন যে, ট্রোজান-হর্স স্টাইলের ওই হামলায় প্রায় ৪১টি রুশ সামরিক জেট বিমান ধ্বংস হয়েছে। এই হামলায় ড্রোনগুলোকে গোপনে কন্টেইনার ট্রাকে লুকিয়ে পাঠিয়ে দূর থেকে মোতায়েন করা হয়েছিল বলে দাবি করা হয়েছে।

ইউক্রেন কর্তৃক লক্ষ্যবস্তু করা বিমান ঘাঁটিগুলোর মধ্যে ছিল সাইবেরিয়ার ইরকুটস্কে অবস্থিত বেলায়া বিমান ঘাঁটি, আর্কটিক অঞ্চলের মুরমানস্কে অবস্থিত ওলেনিয়া বিমান ঘাঁটি, ইভানভোতে ইভানভো সেভের্নি বিমান ঘাঁটি, রিয়াজানে ডায়াগিলেভো বিমান ঘাঁটি এবং রাশিয়ার সুদূর পূর্বে অবস্থিত ইউক্রাইঙ্কা বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটিগুলোর মধ্যে সবচেয়ে কাছেরটি ইউক্রেন সীমান্ত থেকে ৫০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত, আর সবচেয়ে দূরবর্তীটি সীমান্ত থেকে প্রায় ৮,০০০ কিলোমিটার দূরে অবস্থিত। যদিও প্রায় তিন বছরের বেশি সময় ধরে চলা রুশ-ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইউক্রেনের পাল্টা জবাবে যারপরনাই খুশি ইউরোপের দেশগুলি। শুধু তাই নয়, রাশিয়ার বিরুদ্ধে হামলায় ইউক্রেনকে আরও সামরিক, সেনা সহায়তা দেবে বলে জানিয়েছে ব্রিটেন সহ ইউরোপে দেশগুলি। সব মিলিয়ে দিন যত যাচ্ছে ততই জটিল হচ্ছে পুতিন বনাম জেলেনস্কি সম্পর্ক। 

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।