- Home
- World News
- International News
- ফের ভূমিকম্প মায়ানমারে, সোমবার মধ্যরাতে কেঁপে উঠল চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকাও
ফের ভূমিকম্প মায়ানমারে, সোমবার মধ্যরাতে কেঁপে উঠল চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকাও
সোমবার মধ্যরাতে মায়ানমারে ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার কম্পন বাংলাদেশের চট্টগ্রামেও অনুভূত হয়। এই কম্পনের উৎপত্তিস্থল ছিল মাটি থেকে ১০৬.৮ কিমি গভীরে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ফের ভূমিকম্প মায়ানমারে। সোমবার মধ্যরাতে কেঁপে উঠল মায়ানমারের বিস্তীর্ণ এলাকা। কম্পন অনুভূত হল বাংলাদেশের চট্টগ্রামে। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৯। এই ভূমিকম্প আঘার হানে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ফালামের ৮১ কিলোমিটার পূর্বে।
মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ১২টা ৫৫ মিনিটে আঘাত হানে ভূমিকম্প। এই কম্পনের উৎপত্তিস্থল ছিল মাটি থেকে ১০৬.৮ কিমি গভীরে। তবে, এই কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, গভীর রাতে এই কম্পনটি অনুভূত হয় বাংলাদেশের চট্টগ্রামের একাধিক এলাকায়।
প্রসঙ্গত, ২১ নভেম্বর কেঁপে উঠেছিল বাংলাদেশ। সে সময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। সে সময় বাংলাদেশে দুই শিশু-সহ অন্তত ১০ জনের মৃত্যর হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতে ফের কেঁপে উঠল বাংলাদেশের একাংশ।
এদিকে প্রায়শই ভূমিকম্প হয় মায়ানমারে। ভূমিকম্প প্রবল অঞ্চল হল মায়ানমার। দুটি টেকটোনিক প্লেট যথা ভারত ও ইউরেশিয়া প্লেটের মধ্য অবস্থিত মায়ানমাক। ফলে সেখানে প্রায়শই কম্পন অনুভূত হয়। চলতি বছরে মার্চ মাসে হয়েছিল ভূমিকম্প। সেখানে ৭.৭ মাত্রায় কম্পন হয়েছিল।
এদিকে আবার সোমবার কেঁপে উঠল অরুণাচল প্রদেশ। সোমবার রাত ১০টা ২৬ মিনিটে কম্পন হয়েছিল। ২.৯ মাত্রায় কম্পন হয়েছিল। এর উৎস ছল মাটি থেকে ১০ কিমি গভীর। সোমবার সন্ধ্যা ৬.২৮ মিনিটে কম্পন হয়েছিল অসমের ধুবুড়িতে। তেমনই একই দিনে হরিয়ানার সোনিপথ এলাকায়ও হয় কম্পন।

