Albania AI Minister: টেকনোলজি দুনিয়ার অন্যতম সাফল্য। এবার ক্যাবিনেট মিনিস্ট্রিতেও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রবেশ। এবার একজন এআই মন্ত্রীকে নিয়োগ করেছে আলবানিয়া সরকার। 

Albania AI Minister: ২০২৫ সালের জানুয়ারি মাসে, ই-আলবানিয়া প্ল্যাটফর্মে ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করে ডিয়েলা। একটি এআই রোবট (AI Minister in Albania)। আসলে সরকারি পরিষেবাগুলি সাধারণ নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার জন্যি তৈরি করা হয় তাঁকে। নিঃসন্দেহে টেকনোলজি দুনিয়ার অন্যতম সাফল্য। তাই এবার ক্যাবিনেট মিনিস্ট্রিতেও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রবেশ। এবার একজন এআই মন্ত্রীকে নিয়োগ করেছে আলবানিয়া সরকার (ai minister diella)।

কী জানিয়েছেন সেই দেশের প্রধানমন্ত্রী এডি রামা?

কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই পরিচালিত একজন মন্ত্রীকে এবার নিয়োগ করেছে আলবানিয়া সরকার। মূলত, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং সরকারি ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনার জন্যই এবার আর্টিফিশিয়াল ইন্টেলজেন্স তথা এআই পরিচালিত মন্ত্রী নিয়োগ করা হয়েছে। ডিয়েলা হলেন সেই এআই মন্ত্রী। সরকারি প্রকল্পের বেসরকারি ঠিকাদারদের সকল টেন্ডারের তদারকি করবেন ডিয়েলা। এই কথাই জানিয়েছেন, সেই দেশের প্রধানমন্ত্রী এডি রামা। 

আলবেনীয় ভাষায় 'সূর্য' শব্দের অর্থ হল ডিয়েলা। বিশ্বের প্রথম কোনও দেশ এবার প্রশাসনিক কাজে এআই-এর হাতে গুরুদায়িত্ব তুলে দিল। চলতি ২০২৫ সালের জানুয়ারি মাসে, ই-আলবানিয়া প্ল্যাটফর্মে ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করে ডিয়েলা। প্রধানত সরকারি পরিষেবাগুলি ঠিকঠাকভাবে নাগরিকদের কাছে পৌঁছে যাচ্ছে কিনা, সেইসব বিষয়ে তদারকি করত এআই রোবটটি। এটি ছিল সেই দেশের সরকারের একটি পাইলট প্রোজেক্ট। তারপর সেই ট্রায়াল রান সফল হওয়ার পরেই এবার সরাসরি তাঁকে ক্যাবিনেট মিনিস্ট্রিতে যুক্ত করা হল। 

জানা যাচ্ছে, ৩৬,০০০-এরও বেশি ডিজিটাল ডেটাকে প্রসেস করেছে ডিয়েলা এবং প্রায় ১,০০০টি পরিষেবা নাগরিকদের প্রদান করতে সক্ষম হয়েছে। এখন থেকে ডিয়েলার তত্ত্বাবধানে সমস্ত সরকারি টেন্ডার ১০০% দুর্নীতিমুক্ত এবং তহবিল ব্যবহারের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা থাকবে বলে প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন। 

দুর্নীতির বিরুদ্ধে আলবানিয়ার দীর্ঘকালীন লড়াইয়ের প্রেক্ষাপটেই এই পদক্ষেপ বলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন। উল্লেখ্য, আলবানিয়া দেশের জনসংখ্যা ২.৮ মিলিয়ন। ফলে, সরকারি টেন্ডার নিয়ে প্রায়শই দুর্নীতির অভিযোগ উঠছে। সেইসঙ্গে, মাদক, অস্ত্র পাচার এবং মাফিয়া চক্র দেশটিকে ব্যবহার করছে বলেও একাধিক অভিযোগ সামনে আসছে। এমনকি, সরকারি দুর্নীতি সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছেছে বলেও সংবাদ প্রকাশিত হয়েছে। এআই ব্যবস্থায় স্থানান্তরের মাধ্যমে পক্ষপাত ও দুর্নীতি দূর করে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব বলে মনে করা হচ্ছে।

EEU সদস্যপদ গ্রহণের ক্ষেত্রে সরকারি তহবিলের অপব্যবহার?

অন্যদিকে, আগামী ২০৩০ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিষয়ে আলবানিয়ার প্রচেষ্টার পরিপ্রেক্ষিতেও এআই মন্ত্রী নিয়োগকে রাজনৈতিক বিশেষজ্ঞরা বেশ তাৎপর্যপূর্ণ বলেও মনে করছেন। কারণ, EEU সদস্যপদ গ্রহণের ক্ষেত্রে সরকারি তহবিলের অপব্যবহার সবসময়ই আলবানিয়ার জন্য একটি প্রতিবন্ধকতা ছিল। তাই ডিয়েলাকে নিয়োগ করা হল। তবে তাঁর সিদ্ধান্ত আদৌ কোনও মানুষের তত্ত্বাবধানে থাকবে কিনা, সেই বিষয়ে আলবানিয়া সরকারের তরফ থেকে এখনও কিছু জানা যায়নি। 

তবে পর্যাপ্ত প্রযুক্তিগত সুরক্ষা এবং সতর্কতা অবলম্বন না করলে এআই ব্যবস্থাতেও কারচুপি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।