- Home
- World News
- International News
- অবাক কাণ্ড! ব্যাঙ্ক কর্মীর ভুলে গ্রাহকের অ্যাকাউন্ট ঢুকল কোটি টাকা, কী হল সেই টাকা?
অবাক কাণ্ড! ব্যাঙ্ক কর্মীর ভুলে গ্রাহকের অ্যাকাউন্ট ঢুকল কোটি টাকা, কী হল সেই টাকা?
- FB
- TW
- Linkdin
ভুল মানুষ মাত্রই হয়ে থাকে। ব্যাঙ্ক কর্মীরাও তো আর ভগবান নন। তাদের দ্বারাও হতেই পারে ভুল।
তবে, এক ব্যাঙ্ককর্মী ভুলের দাম কয়েক হাজার কোটি। সদ্য প্রকাশ্যে এল এমনই এক খবর।
কাজের চাপে ঘুমিয়ে পড়েছিলে এক কর্মী। ল্যাপটপের ওপর মাথা রেখে ঘুমান। আর তাতেই ঘটে বিপত্তি।
তাঁর ভুলে কয়েক হাজার কোটি চলে যায় এক গ্রাহকের অ্যাকাউন্টে। ঘুমের ঘোরে আঙুলের চাপে গ্রাহকের অ্যাকাউন্টে চলে যায় ১৯৮৬ কোটি টাকা।
কম্পিউটারের কী বোর্ডে দুই সংখ্যার বাটনে চাপ পড়ে যায়। ফলে, ২২২, ২২২, ২২২.৩৩ ইউরো বা ২২২ মিলিয়ন ইউরো চলে যাচ্ছিল। যা ভারতীয় মুদ্রায় ১৯৮৬ কোটি টাকা।
ঘটনাটি ঘটেছে জার্মানিতে। সেখানে কাজের অত্যাধিক চাপের কারণে ঘুমিয়ে পড়েছিলেন এক ব্যাঙ্ক কর্মী।
ঘুমের মধ্যে ভারতীয় মুদ্রায় ১৯৮৬ কোটি টাকা দিয়ে ফেলেছিলেন এক গ্রাহকের অ্যাকাউন্টে। প্রসেস শুরু হয়ে গিয়েছিল।
হঠাৎ অন্য এক কর্মী তা লক্ষ্য করে। তিনি তা থামিয়ে দেন। ঘটনাটি ব্যাঙ্ক মালিকের কানে যেতে তিনি সেই ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত করেন।
এই নিয়ে চলছে মামলা। তবে, আদালতের পক্ষ থেকে সেই ব্যক্তির হয়েই রায় দেওয়া হয়েছে।
এই ব্যক্তি ভুল বসত একদিন এমন কাজ করেছেন। রোজ নির্ভুল কাজের জন্য তাকে চাকরিতে নেওয়া উচিত বলে জানানো হয়েছে।