সোমবার মধ্যরাতে ৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের সিনদিরগি শহর, যার ফলে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি তিন মাসের মধ্যে তুরস্কে দ্বিতীয় ভূমিকম্প। এদিকে, চলতি মাসে ফিলিপিন্সেও একাধিকবার শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

মধ্যরাতে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। সোমবার মঘ্যরাতে তুরস্কের সিনদিরগি শহরে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। তিন মাসের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার কেঁপে উঠল তুরস্ক। প্রবল কম্পনের জেরে এবার ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। তবে, প্রাথমিক ভাবে হতাহতের কোনও খবর মেলেনি।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপক বিষয়ক সংস্থ AFAD জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূমি থেকে ৫.৯৯ কিলমিটার গভীর। বালিকেসরি প্রদেশের সিবদিরগি শহরের পাশাপাশি তুরস্কের অর্থনৈতিক রাজধানী হিসেবে খ্যাত ইস্তানবুল এবং পর্যটন শহর ইজমিরেও কম্পন অনুভূত হয়। আতঙ্কে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসেন। ছোটাছুটি শুরু হয়ে যায়।

এদিকে গত ১০ অগস্ট একই মাত্রায় ভূমিকম্প হয়েছিল সিনদিরগ শহরে। ঘটনায় একজনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন প্রায় ১২ জন। এবারের কম্পনের কোনও হতাহতের কথা সামনে আসেনি। তবে, প্রকাশ্যে এসেছে ক্ষয় ক্ষতির কথা। কম্পনের ফলে বেশ কয়টি বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে বলে খবর। এখন চলছে উদ্ধার কাজ। জানা গিয়েছে, সাধারণ মানুষকে নিরাপদ স্থানে বিয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে, চলতি মাসে ফের ভূমিকম্প ফিলিপিন্সে। গত ১০ অক্টোবর সেখানে ৭.৪ মাত্রার কম্পন হয়েছিল। ওই কম্পন হয়েছিল মিন্দানাও এলাকাতে। তারপর ১৭ অক্টোবর কম্পন অনুভূত হল মিন্দানাও এলাকাতে।

ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, ১৭ অক্টোবর ভারতীয় সময় ভোর ৪টে ৩৩ মিনিট নাগাদ ভূমিকম্পন অনুভূত হয়। সেখানে স্থানীয় সময় সকাল ৭টা ৩ মিনিট। ওই কম্পনের মাত্রা ছিল ৬। মাটি থেকে প্রায় ৯০ কিমি গভীর ছিল এই কম্পনের উৎস। তবে, এই কম্পনের ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনও পর্যন্ত জানা যায়নি।

এর আগে ১০ অক্টোবর কম্পন অনুভূত হয়েছিল সেখান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। কম্পনের জেরে জারি হয়েছিল সুনামির সতর্কতা। এই ভূমিকম্পে কেঁপে উঠেছিল ফিলিপিন্সের মিন্দানাও। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলিক্যাল সার্ভে জানিয়েছে, এই ভূমিকম্প আঘাত হেনেছিল ফিলিপিন্সের বাকুলিন অঞ্চলের কাছে। সুনামি সতর্কতা জারি করার পাশাপাশি কর্তৃপক্ষ সম্ভাব্য আফটারশকের বিষয় সতর্ক করেছিন। তার আগে ৩০ সেপ্টেম্বর ৬.৯ মাত্রায় ভূমিকম্পে কেঁপে উঠেছিল ফিলিপন্স। ওই ভূমিকম্পে এখনও পর্যন্ত বোগো শহরের অন্তত ১৪ জন-সহ ৬৯ জনের মৃত্যু হয়েছিল।