সংক্ষিপ্ত
টেকঅফের সময় বিমানটি জরুরিভাবে নামানো হয়েছিল বলে একজন যাত্রী জানিয়েছেন।
প্রায় ৩০০ যাত্রী নিয়ে ওড়ার সময়, বিমানের ল্যান্ডিং গিয়ারে আগুন লেগে দুটি চাকা ফেটে যায়। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে। রবিবার, রাতে মেলবোর্ন বিমানবন্দর থেকে আবুধাবিগামী এতিহাদ এয়ারওয়েজের EY 461 বিমানটি টেকঅফ করার সময় এই ঘটনাটি ঘটে।
দেখা যায় যে, অগ্নিনির্বাপক বাহিনীর গাড়ি সেই বিমানটিকে ঘিরে দাঁড়িয়ে আছে। টেকঅফের সময় বিমানটি জরুরিভাবে নামানো হয়েছিল বলে একজন যাত্রী আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন। এরপর বিমানে থাকা ২৮৯ জন যাত্রীকে বের করে আনা হয় এবং টার্মিনালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
ল্যান্ডিং গিয়ারে আগুন লেগে দুটি চাকা ফেটে যাওয়ার খবর পেয়ে এভিয়েশন রেসকিউ অ্যান্ড ফায়ারফাইটিং সার্ভিস দ্রুত পদক্ষেপ নেয়। তবে, বিমানের টায়ারের ক্ষতি হওয়ায় রানওয়ে থেকে তা সরানো সম্ভব হয়নি। বর্তমানে মেরামতের কাজ চলছে। এর ফলে মেলবোর্ন বিমানবন্দরের কার্যক্রমেও বিঘ্ন ঘটে।
যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করার চেষ্টা চলছে বলে এতিহাদ এয়ারলাইন্স জানিয়েছে। অতিথি এবং কর্মীদের সুরক্ষা ও সুবিধা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রানওয়ে যত দ্রুত সম্ভব চালু করা হবে বলে এয়ারলাইন্সের মুখপাত্র জানিয়েছেন।
দেখা যায় যে, অগ্নিনির্বাপক বাহিনীর গাড়ি সেই বিমানটিকে ঘিরে দাঁড়িয়ে আছে। টেকঅফের সময় বিমানটি জরুরিভাবে নামানো হয়েছিল বলে একজন যাত্রী আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন। এরপর বিমানে থাকা ২৮৯ জন যাত্রীকে বের করে আনা হয় এবং টার্মিনালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।