- Home
- World News
- International News
- ডোলে , ঘসে সাবান মেখে স্নান করার দিন শেষ! মানুষ ধোলাই মেশিনে ১৫ মিনিটে স্নান সারা
ডোলে , ঘসে সাবান মেখে স্নান করার দিন শেষ! মানুষ ধোলাই মেশিনে ১৫ মিনিটে স্নান সারা
এবার থেকে আর ঘসে ঘসে শাওয়ারের তলায় দাঁড়িয়ে বা বাথটাবের জলে চুবে স্নান করতে হবে না। স্নানের নতুন ব্যবস্থা করছে জাপান। ওসাকার ওয়ার্ল্ড এক্সপোতে যা রীতিমত দৃষ্টি আকর্ষণ করেছেন। সেটিতে কী ভাবে স্নান করতে হয় তার বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে।

স্নানের নতুন আমেজ
এবার থেকে আর ঘসে ঘসে শাওয়ারের তলায় দাঁড়িয়ে বা বাথটাবের জলে চুবে স্নান করতে হবে না। স্নানের নতুন ব্যবস্থা করছে জাপান। ওসাকার ওয়ার্ল্ড এক্সপোতে যা রীতিমত দৃষ্টি আকর্ষণ করেছেন। সেটি হল হিউম্যান ওয়াশিং মেশিন বা মানুষ ধোয়ার মেশিন। জাপানি প্রযুক্তি সংস্থা সায়েন্স এটি তৈরি করেছে।
হিউম্যান ওয়াশিং মেশিন
ডিভাইসটি দেখতে ক্যাপসুলের মত। যিনি স্নান করবে, তাঁরে ডিভাইসের মধ্যে ঢুকে শুয়ে পড়তে হবে। ব্যাস তাহলেই কাজ সারা। আর হ্য়াঁ শুধু ঢাকনা বন্ধ করে দিতে হবে। তারপরই গান শুনতে শুনতে শুয়ে শুয়ে স্নান উপভোগ করুন। তবে যন্ত্রটি এমনভাবে তৈরি হয়েছে যা কাপড়কাচা ওয়াশিং মেশিনের পর ব্যবহারকারীকে ঘুরপাক খেতে হবে না। প্রশান্তিতেই স্নান করতে পারবে। ১০০% পরিষ্কারের গ্যারান্টিও রয়েছে।
ভবিষ্যতের মানব ধোলাই যন্ত্র
ভবিষ্যতের মানব ধোলাই যন্ত্র নামেই এটি পরিচিত। গত ৬ মাস ধরে জাপানের প্রযুক্তি মেলায় রীতিমত হটকেক ছিল। ২৭ মিলিয়নেরও বেশি মানুষ যন্ত্রটি দেখেছেন। তবে এই স্নানের যন্ত্র তৈরির ধারনা তৈরি হয়েছিল ১৯৭০ সালে।
জুড়াবে শরীর মন
কোম্পানির মুখপাত্র সাচিকো মায়েকুরার মতে, নতুন যন্ত্রটি কেবল শরীরকেই পরিষ্কার করে না বরং "আত্মাকেও ধৌত করে", যা পুরো প্রক্রিয়া জুড়ে ব্যবহারকারীর হৃদস্পন্দন এবং গুরুত্বপূর্ণ লক্ষণগুলি পর্যবেক্ষণ করার জন্য সেন্সর ব্যবহার করে। প্রথম লটটি পুরো বিক্রি হয়ে গেছে। ওসাকার একটি হোলেট সংস্থা কিনেছে তার গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য। প্রচুর অর্ডার আসছে বলেও জানিয়েছে সায়েন্স সংস্থা।
কী ভাবে কাজ করবে ওয়াশিং মেশিন?
প্রথমঃ ক্যাপসুলটিতে প্রবেশ করতে হবে ব্যবহারকারীকে। শরীর ধোয়ার জন্য ২-৩ মিটার লম্বা একটি ঘেরা পডের মধ্যে শুয়ে পড়তে হবে।
দ্বিতীয় স্বয়ংক্রিয় ব্যবস্থাঃ মেশিনটি মাইক্রোবাবল এবং একটি সূক্ষ্ম মিস্ট শাওয়ার ব্যবহার করে পুরো শরীর আলতো করে পরিষ্কার করে।
তৃতীয়ত স্বাস্থ্য পর্যবেক্ষণঃ বিল্ট-ইন সেন্সরগুলি সুরক্ষা নিশ্চিত করার জন্য ধোয়ার সময় ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ লক্ষণগুলি ট্র্যাক করবে।
চতুর্থত আরামদায়কঃ শরীর ধোয়ার সময় ক্যাপসুলের মধ্যে প্রশান্তিদায়ক দৃশ্য ও প্রশান্তিদায়ক গান শোনার ব্যবস্থা রয়েছে।
পঞ্চমত গাম-মোছার ব্যবস্থাঃ শরীর ধোয়ার পর আসে গা মোছার পালা। সেটিও হবে মেশিনে। ব্যবহারকারীকে স্বয়ংক্রীয়ভাবে শুকিয়ে দেওযা হবে। মাত্র ১৫ মিনিটেই সব কাজ শেষ করবে।
ষষ্ঠত সতেজ হয়ে বেরোনঃ ব্যবহারকারী সম্পূর্ণ পরিষ্কার, আরামদায়েক অবস্থায় স্নান সেরে বেরিয়ে প়ড়তে পারবেন। ডিভাইস থেকে বেরিয়ে জামাকাপড়় পরলেই হবে। তোয়ালে বা সাবান মাখার ঝনঝাট এখানে নেই।

