India On UN Meeting: মানবাধিকার ইস্যুতে পাকিস্তানকে চাঁচাছোলা আক্রমণ ভারতের। কী বললেন ভারতের রাষ্ট্রদূত? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

India On UN Meeting: রাষ্ট্রসঙ্ঘে মানবাধিকার কাউন্সিলের বৈঠকে ফের মুখে ঝামা ঘসলো পাকিস্তানের! মানবাধিকার ইস্যুতে কথা বলতে গিয়ে ভারতের কাছে কটাক্ষের শিকার ইসলামাবাদ। দিন কয়েক আগে ভারতের রাষ্ট্রদূত ক্ষিতিজা ত্যাগী ইসলামাবাদকে তীব্র কটাক্ষ করেছিলেন। এবার আরও একধাপ এগিয়ে পাকিস্তানের কাছ থেকে ভারত যে মানবাধিকার শিখবে না সেকথা স্পষ্ট জানিয়ে দিলেন রাষ্ট্রসঙ্ঘে ভারতীয় কূটনীতিক মহম্মদ হুসেন।

রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে পাকিস্তানকে তোপ ভারতের:-

এদিন তিনি বলেন, ''ভারতের এতটাও দুর্দিন আসেনি যে পাকিস্তানের মতো দেশের কাছ থেকে ভারতকে মানবাধিকার শিখতে হবে। কারণ, পাকিস্তান নিজের দেশের সংখ্যালঘু মানুষদেরই নিরাপত্তা দিতে পারে না। তারা আবার মানবাধিকার নিয়ে ভারতকে জ্ঞান দিতে আসে।'' জানা গিয়েছে, বুধবার জেনেভায় অবস্থিত রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে আয়োজিত ৬০তম মানবাধিকার কমিশন সেশনের বৈঠক ছিল। সেখানেই মানবাধিকার ইস্যুতে পাকিস্তানকে তোপ দাগেন তিনি।

বলেন, ''পাকিস্তান অন্য দেশগুলিকে মানবাধিকার রক্ষা নিয়ে কথা শোনায়, সেটা যথেষ্ট স্ববিরোধী বলে মনে করে ভারত। প্রোপাগান্ডা না ছড়িয়ে পাকিস্তানের উচিত, নিজেদের দেশের মাটিতে যেভাবে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন সেই সমস্যার সমাধান করা।'' শুধু তাই নয়, সাম্প্রতিক পরিসংখ্যান বলছে- শুধুমাত্র ঈশ্বর নিন্দার অপরাধে পাকিস্তানে ৭০০ জনকে জেলে ভরে দেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এই সংখ্যাটা ৩০০-রও বেশি বলে জানা গিয়েছে।

'

Scroll to load tweet…

উল্লেখ্য, দিন কয়েক আগে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার অধিবেশনে ভরা বৈঠকে ফের সামনে চলে আসে পাকিস্তানের কদর্য রূপ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একহাত নেন ভারতের রাষ্ট্রদূত পেটাল গেহলট। অপারেশন সিঁদুরে ভারতের বিরুদ্ধে জয় লাভ করেছে পাকিস্তান! পাক প্রধানমন্ত্রীর এই দাবিকে খারিজ করে তীব্র আক্রমণ ভারতের।

গত শনিবার রাষ্ট্রসঙ্ঘের ভরা সভায় বক্তব্য রাখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানে তিনি বলেন, ‘’অসাধারণ পেশাদারিত্ব, সাহসিকতার সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনী এর জবাব দিয়েছে।'' পাকিস্তানের এই বক্তব্যের পরই পাল্টা ইসলামাবাদকে তুলোধনা করেন ভারতের রাষ্ট্রদূত পেটাল গেহলট।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।