গাড়িটি সাফাই করছিলেন এক তরুণী। সেই সময়েই চালক ঘটিয়ে ফেললেন এক চরম লজ্জাজনক ঘটনা!

যেমন কর্ম, তেমনই ফল – রাম নারায়ণ তর্ক রত্নের এই উক্তি হুবহু ফলে গেল এক মহিলা চালকের ভাগ্যে। নিজের গাড়ির সার্ভিসিং করানোর জন্য একটি গ্যারাজে এসেছিলেন তিনি। চালকের আসনে তিনি নিজেই বসেছিলেন। গাড়িটি সাফাই করছিলেন ১৮ বছর বয়সি এক তরুণী, তাঁর নাম অ্যানা হায়ারকি। সেই সময়েই চালক ঘটিয়ে ফেললেন এক চরম লজ্জাজনক ঘটনা! 

-

গাড়িটিকে হোস পাইপ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছিলেন অ্যানা হায়ারকি। গাড়ির ভেতরে জানলা বন্ধ করে বসেছিলেন ওই মহিলা। আচমকাই তরুণী হোস পাইপ নিয়ে গাড়ির পেছন দিকটি ধোয়া শুরু করলে সামনে দিক থেকে জানলা খুলে গ্লাস-ভর্তি মদ ছুঁড়ে মারলেন ওই মহিলা! 

-

মদটি সম্পূর্ণ গিয়ে পড়ল অ্যানা-র মুখে! স্বাভাবিকভাবেই মারাত্মক রেগে গেলেন ওই কর্মী। তিনি সঙ্গে সঙ্গে হাতের হোস পাইপটি নিয়ে সোজা সেটিকে তাক করলেন ওই মহিলা চালকের মুখে। প্রচণ্ড বেগে জল ঢুকে গেল গাড়ির ভেতর। চালক সেই জলের তোড়ে ভিজে একাকার। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মহিলার কর্মফল দেখে দারুণ সন্তুষ্টি লাভ করেছেন নেটিজেনরা। 

Scroll to load tweet…