Iran Israel News: আবার সতর্কবার্তা ইরানের জন্য। ইজরায়েলি সেনার তরফ থেকে এল এই সতর্কবার্তা।  

Iran Israel News: ইরানের অভ্যন্তরে অস্ত্র উৎপাদন কারখানা এবং সেই সংক্রান্ত প্রকল্পের আশপাশে যে সমস্ত নাগরিকরা বসবাস করছেন, তাদের এবার সেই জায়গা থেকে সরে যেতে বলল ইজ়রায়েল। 

রবিবার, এক্স হ্যান্ডলে এই প্রসঙ্গে একটি পোস্ট করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সেই দেশের সেনা। আর তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে আবার হামলা চালাতে চাইছে ইজ়রায়েল? নেতানিয়াহু প্রশানের একটি সূত্র জানাচ্ছে, তেহরানের উপর চাপ বৃদ্ধি করতেই নাগরিকদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইজ়রায়েল।

রবিবার, ইজ়রায়েলের প্রতিরক্ষা মন্ত্রী একটি বিবৃতি দিয়ে বলেন, ‘‘ইরানের স্বৈরাচারী শাসক তথা সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেই তেহরানকে আদতে বেইরুটে সিরিয়ার রাজধানী পরিণত করছেন। নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখতে গিয়ে তেহরানের নাগরিকদের পণবন্দিতে পরিণত করছেন তিনি।’’ 

ঠিক তারপরেই এক্স হ্যান্ডলে পোস্ট দিয়ে তেহরানের নাগরিকদের সতর্ক করে দেয় ইজ়রায়েল সেনা

সেখানে বলা হয়, ‘‘দেশের অস্ত্র উৎপাদনকারী কারখানা এবং সেই সংক্রান্ত পরিকাঠামোর আশপাশে যারা রয়েছেন, তাদের এখনই সেই জায়গা ছেড়ে দেওয়া উচিত এবং কর্তৃপক্ষকেও সেই বিষয়টি জানানো উচিত।’’ শুক্রবার ইরানের উপর আকাশপথে হামলা চালায় ইজ়রায়েলি সেনাবাহিনী। এই হামলায় ইরানের চার শীর্ষ সেনাকর্তার মৃত্যু হয়েছে। নিহত হয়েছেন ইরানের সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল মহম্মদ বাগেরি। ইজরায়েল একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ইরানের মোট ৯ জন পরমাণু বিজ্ঞানী এবং বিশেষজ্ঞ ইজ়রায়েলি হামলায় নিহত হয়েছেন। 

বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের নিরাপত্তা বাহিনীর কথায়, ইরানের যে ৯ জন পরমাণু বিজ্ঞানী নিহত হিয়েছেন, তারা হলেন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ ফেরেদুন আব্বাসি, আহমেদ রেজ়া জ়োলফাঘরি দোরিয়ানি, পদার্থবিদ্যার বিশেষজ্ঞ মহম্মদ মেহদি তেহরানচি, আমির হাসান ফাখাহি, মনসুর আসগারি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিশেষজ্ঞ আকবর মোতালেবি জ়াদেহ, মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিংয়ের বিশেষজ্ঞ সইদ বর্জি, রিয়্যাক্টর ফিজ়িক্সের বিশেষজ্ঞ আবদুল আলহামিদ মিনৌশেহর এবং মেক্যানিক্সের বিশেষজ্ঞ বখৌয়েই কাতিরিমি। 

Scroll to load tweet…

এখন প্রশ্ন উঠছে, ইরানের পরমাণুকেন্দ্র লক্ষ্য করে কি আবারও হামলা চালাবে ইজ়রায়েল? সেই জন্যই কি নাগরিকদের সরে যেতে বলল সেই দেশের সেনা? না কি চাপ বৃদ্ধি করল তেহরানের উপর। তবে চুপ করে বসে নেই ইরানও। ইজ়রায়েলের উপর পাল্টা হামলা চালিয়েছে তারা। শনিবার রাত থেকে তাদের হামলায় ইজ়রায়েলে প্রাণ গেছে মোট ১০ জনের। তবে রবিবার, সুর কিছুটা নরম করেছে ইরান। তাদের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, বিদেশি আগ্রাসনের জবাব দিচ্ছেন তাঁর দেশ। সেই আগ্রাসন থামলে তাঁর দেশও প্রত্যাঘাত বন্ধ করে দেবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।