- Home
- World News
- International News
- ইজরায়েলের হামলায় ইরানের ৬ পরমাণু বিজ্ঞানী নিহত, পরিচয় প্রকাশ করল দেশ
ইজরায়েলের হামলায় ইরানের ৬ পরমাণু বিজ্ঞানী নিহত, পরিচয় প্রকাশ করল দেশ
গত ১৩ জুন ইজরায়েল ইরানের উপর বোমা বর্ষণ করে, যার ফলে ২০ জন শীর্ষ কমান্ডার সহ ৬ জন পরমাণু বিজ্ঞানী নিহত হন। ইজরায়েল বিমান বাহিনী ইরানের ৪ টি পরমাণু স্থাপনা এবং ২ টি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। জেনে নিন হামলায় নিহত ইরানি বিজ্ঞানীদের সম্পর্কে।

১- আব্দুল হামিদ মিনোচার
তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের অধ্যাপক আব্দুল হামিদ মিনোচার নিহত হয়েছেন। তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় বিশেষজ্ঞ ছিলেন। তিনি নাতাঞ্জ প্ল্যান্টে সেন্ট্রিফিউজ প্রযুক্তির বিকাশে কাজ করেছিলেন।
২- আহমেদরেজা জোলফাঘারি
আহমেদরেজাও শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ছিলেন। তিনি নাতাঞ্জ এবং ফোর্ডো নিউক্লিয়ার প্ল্যান্টে সেন্ট্রিফিউজের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নে কাজ করছিলেন।
৩- সৈয়দ আমিরহোসেন ফকি
শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ে পড়ানো সৈয়দ আমিরহোসেন নিউক্লিয়ার চুল্লির নকশা নিয়ে গবেষণার কাজ দেখতেন। তাঁর চুল্লি সুরক্ষা এবং নিউক্লিয়ার জ্বালানী চক্র বিষয়ে বিশেষজ্ঞতা ছিল।
৪- মোতলাবিজাদেহ
ইরানের পরমাণু শক্তি সংস্থা (AEOI)-তে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত মোতলাবিজাদেহ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সংক্রান্ত পারমাণবিক অস্ত্র নিয়ে গবেষণা করছিলেন। তিনি পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় ট্রিগার সিস্টেমের বিকাশে কাজ করেছিলেন।
৫- মোহাম্মদ মেহেদী তেহরানচি
মোহাম্মদ মেহেদী তেহরানচি ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। তিনি পদার্থবিজ্ঞানে পিএইচডি করেছিলেন। তিনি নিউক্লিয়ার গবেষণাকে শিক্ষার সাথে যুক্ত করার জন্য কাজ করছিলেন। তিনি পারমাণবিক চুল্লির তাপীয় নকশা তৈরিতে বিশেষজ্ঞ ছিলেন।
৬- ফেরেদৌন আব্বাসী
ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান ছিলেন ফেরেদৌন আব্বাসী। শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তাকে ইরানের পারমাণবিক কর্মসূচির স্থপতি বলা হয়। তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক অস্ত্র গবেষণায় কাজ করেছিলেন। ২০১০ সালে একটি হামলায় বাল-বাল বেঁচে গিয়েছিলেন।

