Iran over India Pakistan Clash: ভারত-পাক সম্পর্কের উত্তেজনার মধ্যেই এবার নাক গলালেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। জানুন বিস্তারিত…
Iran over India Pakistan Clash: ভারত-পাক সম্পর্কের উত্তেজনার মধ্যেই এবার নাক গলালেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। দুই দেশের সম্পর্কের উত্তেজনার অবসান চাইলেন তিনি। সোমবার ইসলামাবাদে পৌঁছে ভারত-পাক অশান্তির দ্রুত প্রশমণের দাবি জানালেন ইরানের বিদেশমন্ত্রী।
সূত্রের খবর, চলতি সপ্তাহেই ভারতে আসার কথা ছিল ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির। কিন্ত জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে উত্তেজনার আবহে আব্বাস আরাঘচির সফর সূচি পিছিয়ে যায়। যদিও এদিন ইসলামাবাদ সফরে গিয়েছেন তিনি। পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলার ঘটনায় এর আগে শান্তির বার্তা দিতে বা মধ্যস্থতা করতে ভারত-পাকিস্তানকে তেহেরানের অফিস ব্যবহারের কথা জানিয়ে ছিলেন তিনি। এবার সোমবার পাকিস্তানে পৌঁছে জঙ্গি ইস্যুতে দুই দেশকে শান্তির বার্তা দিয়েছেন তিনি।
জানা গিয়েছে, ভারত ও পাকিস্তান, দুই দেশের সঙ্গেই ইরানের সম্পর্ক নিবিড়। একথা জানান ইরানের বিদেশমন্ত্রী আব্বাস। বিমানবন্দর থেকে তিনি বলেন, ''আমরা ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার প্রশমন চাই। পাকিস্তানে আমার বন্ধুদের সঙ্গে এ বিষয়ে কথা বলব। এখানকার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করব। আঞ্চলিক সমস্যা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা হবে।'' যদিও ইরানের বিদেশমন্ত্রীর এই বক্তব্য নিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সূত্রের খবর, পাক সফর সেরে আগামী ৭ ও ৮ মে ভারতে আসতে পারেন ইরানের (Iran) বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। আগেই থেকেই তার ভারতে আসার কথা ছিল। কিন্তু পহেলগাঁওয়ের ঘটনার পর থেকেই আরও অবনতি হতে শুরু করে ভারত-পাক সম্পর্ক। সেই পরিস্থিতিতে পিছিয়ে যায় আব্বাস আরাঘচির ভারত সফর (India)।
অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় একটি জঙ্গি আস্তানা থেকে পাঁচটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। পহেলগাঁওয়ে ২৬ জনকে গুলি করে হত্যাকারী সন্ত্রাসীদের জন্য ব্যাপক তল্লাশির মধ্যে এই উদ্ধার করা হয়েছে। সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ তল্লাশি অভিযানে পুঞ্চের সুরানকোটের জঙ্গলে ওই গোপন আস্তানার সন্ধান পায় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ। উদ্ধারকৃত আইইডির মধ্যে তিনটি টিফিন বাক্সে লুকানো এবং দুটি স্টিলের বালতিতে পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর।
কর্তৃপক্ষ উপত্যকা জুড়ে বড় আকারের সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে, সন্দেহভাজন আস্তানায় অভিযান চালিয়েছে, সন্ত্রাসীদের ব্যবহৃত আশ্রয়কেন্দ্র ধ্বংস করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য শত শত সন্ত্রাসী সহযোগীকে আটক করেছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন।


