ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প অনুভূত হল, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.২। কুলাওয়েসি দ্বীপে এই কম্পনের পর আফটার শকও অনুভূত হয়, তবে সুনামির কোনও আশঙ্কা নেই। সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানেও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও ফিজিক্স এজেন্সি বিএমকেজি জানিয়েছে, এই কম্পন হয়েছে কুলাওয়েসি দ্বীপে। কম্পনের পর আফটার শকও অনুভূত হয়। তবে, আপাতত সুনামির কোনও আশঙ্কা নেই।

ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির তথ্য় অনুসারে, ভারতীয় সময় ভোর ৪টে ৫৮ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। যা হয়েছে কামচাটকার পূর্ব উপকূলে। এই কম্পনের উৎসস্থল ছিল মাটি থেকে ২৫ কিমি গভীরে।

এদিকে গত সপ্তাহেও ভূমিকম্প হয় ইন্দোনেশিয়ায়। সেখানাকার মালুকু দ্বীপপুঞ্জের কাঠে বান্দা সাগরে কম্পন অনুভূত হয়েছিল। সেবারও কোনও সুনামির সতর্কতা দেওয়া হয়নি। এবার ফেরে কম্পন অনুভূত হল ইন্দোনেশিয়ায়।

এদিকে গতকালই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের বিস্তীর্ণ অংশ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪.৭। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। সূত্রের খবর, এর আগে শনিবার ও রবিবার পাকিস্তানে ভূমিকম্প হয়েছে। এরপর ফের সোমবার সকাল ১১টা ১২ মিনিটে কেঁপে ওঠে পাকিস্তান। এই নিয়ে পর পর তিন দিন ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়েছে সেদেশে। সোমবারের ভূমিকম্পের অবস্থান ছিল ৩০.৫১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৭০.৪১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়। আফগানিস্তান সীমান্ত থেকে এটি বেশ কাছে।

ন্যাশানাল সেস্টার ফর সিসমোলডি জানিয়েছে আফগানিস্তানের ভূমিকম্পের মাত্রা: ৬.৩। সোমবার রাত ১টা বেজে ৫৯ মিনিটে কম্পন অনুভূত হয়। স্থান ছিল অক্ষাংশ: ৩৬.৫১ উত্তর, দ্রাঘিমাংশ: ৬৭.৫০ পূর্ব, গভীরতা ছিল মাটির ২৩ কিলোমিটার নিচে। আফগানিস্তানে ভূমিকম্পে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের। আহতের সংখ্যা প্রায় ১৫০। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে।

এক্স-এ একটি পোস্টে, এনসিএস বলেছে, "ভূমিকম্পের মাত্রা: ৬.৩, তারিখ: ০৩/১১/২০২৫, সময়: ০১:৫৯:০২ আইএসটি, অক্ষাংশ: ৩৬.৫১ উত্তর, দ্রাঘিমাংশ: ৬৭.৫০ পূর্ব, গভীরতা: ২৩ কিমি, স্থান: আফগানিস্তান।"

এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের কেঁপে উঠল ইন্দোনেশিয়া। ভারতীয় সময় ভোর ৪টে ৫৮ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। যা হয়েছে কামচাটকার পূর্ব উপকূলে। এই কম্পনের উৎসস্থল ছিল মাটি থেকে ২৫ কিমি গভীরে।