New Year 2026: ভারতে ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁলে তবেই ২০২৫ বিদায় নিয়ে ২০২৬ শুরু হবে। তবে ভারতে নতুন ইংরাজি বছর শুরু হওয়ার আগেই বিভিন্ন দেশে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়েছে। ভারতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।
KNOW
Happy New Year 2026: বিশ্বের বাকি দেশগুলির আগেই নতুন ইংরাজি বছর ২০২৬-কে স্বাগত জানাল প্রশান্ত মহাসাগরের দক্ষিণ উপকূলের (South Pacific Countries) দেশগুলি। নিউজিল্যান্ডের (New Zealand) অকল্যান্ডে (Auckland) স্কাই টাওয়ারে প্রতি বছরের মতো এবারও আতসবাজির প্রদর্শনীর মাধ্যমে নতুন ইংরাজি বছরকে স্বাগত জানানো হল। বিশ্বের প্রথম বড় শহর হিসেবে অকল্যান্ডই নতুন ইংরাজি বছরকে স্বাগত জানাল। এই শহরে এখন বৃষ্টি হচ্ছে। কিন্তু তার মধ্যেই নতুন বছর উপলক্ষে সিটি সেন্টারে হাজির হন বহু মানুষ। স্থানীয় সময় অনুযায়ী রাত ১২টা বাজতেই সবাই উচ্ছ্বসিত হয়ে ওঠেন। এই শহরের জনসংখ্যা প্রায় ১৭ লক্ষ। তাঁরা সবাই নতুন বছরের উৎসবে সামিল হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) বিখ্যাত শহর নিউ ইয়র্কের (New York) প্রাণকেন্দ্র টাইমস স্কোয়্যারে (Times Square) যখন নতুন বছরকে স্বাগত জানানো হবে, তার ১৮ ঘণ্টা আগেই নতুন বছরকে বরণ করে নিল অকল্যান্ড।
আবহাওয়ার কারণে উৎসবে বাধা
অকল্যান্ডের ২৪০ মিটার উঁচু স্কাই টাওয়ারের বিভিন্ন অংশ থেকে প্রায় ৩,৫০০ আতসবাজি পোড়ানো হয়। পাঁচ মিনিট ধরে চলে আতসবাজি প্রদর্শনী। তবে নিউজিল্যান্ডের উত্তর প্রান্তে বিভিন্ন অংশে আবহাওয়ার কারণে নতুন বছরের উৎসব বাতিল করতে হয়েছে। বুধবার আবহাওয়া দফতরের পক্ষ থেকে বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়। এই কারণেই সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে বাড়ির বাইরে কেউ উৎসবে যোগ দিতে পারেননি।
অস্ট্রেলিয়াতেও নতুন বছরকে বরণ
নিউজিল্যান্ডের দু'ঘণ্টা পর নতুন বছরকে স্বাগত জানাল অস্ট্রেলিয়া (Australia)। সিডনির (Sydney) বন্ডি বিচে (Bondi Beach) বন্দুকবাজের হামলার পরিপ্রেক্ষিতে নতুন বছরের উৎসবে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়। তবে তাতে মানুষের আনন্দে ভাঁটা পড়েনি। বহু মানুষ নববর্ষের উৎসবে যোগ দেন। সিডনি হারবার ব্রিজে (Sydney Harbour Bridge) আতসবাজির প্রদর্শনীর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। কয়েক হাজার মানুষ এই উৎসবে যোগ দেন। পুলিশকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


