বারমুডা ট্রায়াঙ্গ্যালে আজও নিখোঁজ অসংখ্য জাহাজ এবং বিমান। এদের নিয়ে নানা রকমের মজাদার কাহিনিও রয়েছে। আবার সম্প্রতি এমন জাহাজেরও খোঁজ মিলেছে সমুদ্রের বুকে যা বহু বছর আগে বারমুডা ট্রায়াঙ্গ্যালে হারিয়ে গিয়েছিল। যদিও, জরাজীর্ণ সেই জাহাজের ভিতর থেকে কোনও যাত্রীর সন্ধান মেলেনি।