স্থানীয় প্রশাসন জানিয়েছেন শুক্রবার এই ঘটনাটি ঘটেছে। একটি কার্গো ট্রেন যেটিতে অ্যামাজন ফেডেক্সসহ একাধিক ই-কমার্স সংস্থার মাল বোঝাই ছিল। ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যের যাচ্ছিল। কিন্তু শহরের সিটি সেন্টারের কাছেই ট্রেনটিতে হামলা চালান হয়। ট্রেনটি ছাড়ার পরেই দুষ্কৃতীরা ট্রেনে চড়ে। বোল্ট কাটারের মাধ্যমে তালা ভাঙে মালবাহী ট্রেনের ভিতরে ঢুকে অবাধে লুঠপাট চালায়। ডাকাত দলের নজর ছিল দামি সামগ্রীর দিকে।