- Home
- World News
- International News
- ৪০ মিনিট অপেক্ষার পরও দেখা হলো না রুশ প্রেসিডেন্টের সঙ্গে, পুতিনের ওপর চটলেন শাহবাজ শরিফ
৪০ মিনিট অপেক্ষার পরও দেখা হলো না রুশ প্রেসিডেন্টের সঙ্গে, পুতিনের ওপর চটলেন শাহবাজ শরিফ
Shehbaz Sarif On Putin: এবার রাশিয়ার ওপর রেগে লাল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দীর্ঘ ৪০ মিনিট অপেক্ষার পরও দেখা করতে এলেন না রুশ প্রেসিডেন্ট পুতিন। তারপর যা হলো-ঘটনার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

পুতিনের ওপর ক্ষুদ্ধ পাক প্রধানমন্ত্রী
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর রেগে লাল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও পুতিনের সঙ্গে বৈঠক না হওয়ায় রুশ প্রেসিডেন্টের ওপর চটলেন শাহবাজ শরিফ। নিরাপত্তারক্ষীদের সামনে রীতিমতো রেগে চেঁচামেচি করতে দেখা গেল তাঁকে।
রাশিয়ার সঙ্গে হলো দ্বিপাক্ষিক বৈঠক
সূত্রের খবর, তুর্কমেনিস্তানে এক আন্তর্জাতিক ফোরামে যোগ দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ। এখানেই আমন্ত্রিত ছিলেন রুশ প্রেসিডেন্ট। সেখানেই পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা করেন শাহবাজ। শুক্রবার ছিল সেই বৈঠকের সূচি। দেখা যায়, পুতিনের সঙ্গে দেখা করতে আগেভাগে এসে চেয়ারে বসে রয়েছেন শাহ। কিন্তু দেখা নেই পুতিনের।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহবাজের ভিডিয়ো
জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে প্রায় ৪০ মিনিট অপেক্ষা করার পরও আসেননি পুতিন। সেই সময় রুশ প্রেসিডেন্ট পাশের ঘরে তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে বৈঠকে ব্যস্ত ছিলেন।
সোশ্যাল মি়ডিয়ায় জোর চর্চা
ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে-
Huge embarrassment for Pakistan’s PM Shehbaz Sharif in Turkmenistan!
Russian President Putin made Shehbaz Sharif wait about 40 minutes after which Sharif barged into Putin’s meeting with Erdogan in the other room and left after 10 minutes. pic.twitter.com/OuSawbLNZS— Avinash K S🇮🇳 (@AvinashKS14) December 13, 2025
শেষ পর্যন্ত সাক্ষাত হলো?
এদিকে সোশ্যাল মিডিয়ায় শাহবাজের বিরক্তি প্রকাশের ভিডিয়ো ভাইরাল হতেই ফের একবার নেটনাগরিকদের কাছে উপহাসের পাত্র হয়েছে পাকিস্তান। কেউ কেউ আবার ছুঁড়ে দিয়েছেন তির্যক মন্তব্যও। যদিও শেষ পর্যন্ত শাহবাজ-পুতিন সাক্ষাৎ হলো কীনা সেই বিষয়ে অবশ্য স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

