- Home
- World News
- International News
- ঘূর্ণিঝড় বিধ্বস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে চেয়ে মেয়াদ উত্তীর্ণ ত্রাণ পাঠালো পাকিস্তান
ঘূর্ণিঝড় বিধ্বস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে চেয়ে মেয়াদ উত্তীর্ণ ত্রাণ পাঠালো পাকিস্তান
Pakistan Aid On Sri Lanka: এ যেন যেচে সাহায্য করতে গিয়েও মহা বিপদ! ফ্যাসাদে পড়ল পাকিস্তান। কারণ, ঘূর্ণিঝড় বিধ্বস্ত শ্রীলঙ্কায় ত্রাণ পাঠাতে গিয়ে নতুন করে সংবাদ শিরোনামে ইসলামাবাদ। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

ঘূর্ণিঝড় বিধ্বস্ত শ্রীলঙ্কার পাশে পাকিস্তান
ঘূর্ণিঝড় দিতোয়ার দাপটে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা। প্রাণহানি থেকে শুরু করে ঘরবাড়ি ভেসে গিয়েছে জলের তোড়ে। ঝড়ের কারণে বিপর্যস্ত জনজীবন। এই অবস্থায় শ্রীলঙ্কাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। আর তাতেই বাঁধল চরম বিপত্তি। কারণ, কলম্বোর জন্য পাকিস্তানের পাঠানো ত্রাণ সামগ্রিতে রয়েছে মেয়াদউর্ত্তীর্ণ খাবার। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তরজা।
মেয়াদ উত্তীর্ণ ত্রাণ সামগ্রী পাঠিয়ে বিতর্কে পাকিস্তান
বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কার জন্য পাঠানো ত্রাণ সামগ্রী নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান। অভিযোগ উঠেছে, ইসলামাবাদ থেকে পাঠানো ত্রাণ প্যাকেজে ছিল মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য ও ওষুধপত্র। সোশ্যাল মিডিয়ায় এই ত্রাণ সামগ্রীর ছবি দ্রুত ভাইরাল হওয়ার পর ফের সাহায্য করতে গিয়ে মুখ পুড়ল পাকিস্তানের।
শ্রীলঙ্কার জনগণকে মেয়াদ উত্তীর্ণ খাবার দিলো পাকিস্তান
শ্রীলঙ্কার একাধিক সংবাদমাধ্যম ও স্থানীয় সূত্র জানিয়েছে, এই ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক স্তরেও অস্বস্তি তৈরি হয়েছে। পাকিস্তান সরকার এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও বিবৃতি না দিলেও, দ্রুত এর তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো এই ত্রাণ সামগ্রী ত্রুটিপূর্ণ হওয়ায় শ্রীলঙ্কার সাধারণ মানুষের মধ্যে তীব্র হতাশা সৃষ্টি করেছে।
অস্বস্তিতে পাকিস্তান হাই কমিশন
পাকিস্তান হাই কমিশন (Pakistan High Commission) কর্তৃক কলম্বোগামী ত্রাণ সামগ্রীর যে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল। আর তাতে দেখা গিয়েছে যে, প্যাকেজগুলির মেয়াদ ইতিমধ্যেই উত্তীর্ণ হয়ে গিয়েছে। যা সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনার ঝড় তুলেছে। ইসলামাবাদ শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়েছে—এই বার্তা দিয়ে হাই কমিশন এক্স প্ল্যাটফর্মে ত্রাণ সামগ্রী বোঝাই কনসাইনমেন্টের ছবি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। আর তা নিয়েই শুরু হয়েছে তরজা।
The Pakistan High Commission @PakinSriLanka, upon recognizing its misstep, has taken the appropriate course by removing the post and proceeding as though the incident never occurred.
They will now proclaim triumph in the relief efforts and bestow yet another medal upon General… https://t.co/Ogqs9oOSuhpic.twitter.com/upJtE862zQ— Jyothish N Pillai (@JyothishNPillai) December 2, 2025
সমালোচনায় বিদ্ধ পাকিস্তান সরকার
তবে বেশ কিছু প্যাকেজের লেবেলে "EXP: 10/2024" লেখাটি চোখে পড়ার পরই পরিস্থিতি জটিল হয়। সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কা যখন তার অন্যতম ভয়াবহ বন্যা সংকটের মোকাবিলা করছে, ঠিক সেই সময়েই পাকিস্তানকে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাঠানোর অভিযোগে ব্যাপকভাবে অভিযুক্ত করা হয়েছে। এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান সরকার।

