- Home
- World News
- International News
- ১৫ বছরের পরে থাকা কাজ মাত্র কয়েক দিনেই শেষ, নমোর হাত ধরে আলো দেখল আফ্রিকার এই দেশ
১৫ বছরের পরে থাকা কাজ মাত্র কয়েক দিনেই শেষ, নমোর হাত ধরে আলো দেখল আফ্রিকার এই দেশ
PM Modi On Burkina Faso: নমোর হাত ধরে প্রায় ১৫ বছর ধরে অন্ধকারে ডুবে থাকা দেশে পৌঁছল আলো। চিনের গড়িমসিতে যে কাজ আটকে ছিল সেই কাজ ১৪ দিনে করে দেখাল ভারত সরকার। মুখে হাসি ফুটল পশ্চিম আফ্রিকার বুরকিনা দেশের লোকজনের। জানুন আরও…

নমোর হাত ধরে আলো দেখল আফ্রিকার এই দেশ
গত ১৫ বছর ধরে যে কাজ করতে পারেনি লাল চিন। মাত্র ১৪ দিনে সেই কাজ শেষ করে তাক লাগিয়ে দিলো ভারতের ইঞ্জিনিয়াররা। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে আলো দেখল পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসো দেশের জনগণ।
সাহেল মেগা ড্য়াম
জানা গিয়েছে, ১৫ বছর আগে বুরকিনা ফাসোতে সাহেল মেগা ড্যাম প্রকল্পের চুক্তি করেছিল চিন। এই প্রকল্পের মাধ্যমে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে এই দেশ। এমনকি পুরো দেশ আলোকিত হওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী নাইজেরিয়া, ঘানা প্রভৃতি দেশেও বিদ্যুৎ বিক্রি করতে পারবে। কিন্তু ১৫ বছর আগের দেওয়া সেই প্রতিশ্রুতি ২০২৫ সালে এসেও পূরণ করতে পারেনি চিন। আর্থিক সমস্যা, পর্যবেক্ষণের অভাব থেকে শুরু করে করোনা মহামারী নানা অজুহাতে এতদিন ধরে কাজ ফেলে রেখেছিল চিন। অবশেষে একটি আন্তর্জাতিক সম্মেলনে পশ্চিম আফ্রিকার বুরকানা ফাসো দেশের এক ব্যক্তি বিষয়টি নিয়ে আলোচনা করলে দ্রুত পদক্ষেপ করে ভারত।
চিনকে ফেলে এগিয়ে ভারত
বুরকানা ফাসো দেশের ওই ব্যক্তি জানিয়েছেন যে, চিন আজ করব, কাল করব বলে যে কাজ গত ১৫ বছরেও শেষ করতে পারেনি ভারতের ইঞ্জিনিয়াররা সেই কাজ মাত্র ১৪ দিনে শেষ করে ফেলেছে। শুধু তাই নয়, তিনি আরও জানান, কীভাবে চিনকে পিছনে ফেলে ভারত তাদের নতুন বন্ধু হয়ে উঠেছে।
স্মার্ট গ্রিড প্রযুক্তির নির্মাণ
জানা গিয়েছে, ভারতের কানে এই খবর পৌঁছনো মাত্রই সঙ্গে সঙ্গে বুরকানার ফাসোতে ইঞ্জিনিয়ারদের একটি দল পাঠায় কেন্দ্র সরকার। ভারতীয় প্রতিনিধিরা তা পর্যালোচনা করে একটি নতুন প্রকল্প গড়ে তোলে। ভারতীয় ইঞ্জিনিয়াররা ৬ হাজার মেগাোয়াটের পরিবর্তে ৮,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন স্মার্ট গ্রিড প্রযুক্তির নির্মাণ করে। এর সঙ্গে ছিল জল ব্যবস্থাপনার সুপরিকল্পিত ব্যবস্থাও।
বদলে যাবে পুরো পশ্চিম আফ্রিকা
আরও জানা গিয়েছে যে, নয়া এই প্রকল্পের দায়িত্ব নিয়েছে লার্সেন অ্যান্ড ট্রুব্রো, ভারত হেভি ইলেকট্রিক্যালস, টাটা পাওয়ারের মতো সংস্থা। ২৪ বিলিয়ন ডলারের এই প্রকল্পে কোনও চিনা সংস্থা অংশ নিতে পারেনিয। এমনকি ভারত যখন কাজ শুরু করে তখন চিনা কর্তারা ছুটে আসলেও লাভের লাভ কিছুই হয়নি। ভারতের এই প্রকল্পের উদ্যোগে বদলে পশ্চিম আফ্রিকার এই দেশের আমূল অর্থনৈতিক পটভূমি, কৃষিকাজ। নিজস্ব উন্নতি ঘটবে আফ্রিকার।

