Ranil Wickremesinghe News: সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট। কী অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Ranil Wickremesinghe News: সরকারি টাকার অপব্যবহার। আর্থিক তছরূপ। সরকারি কোষাগারের টাকা ব্যবহার করে বিদেশ ভ্রমণের অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রণিল বিক্রমসিঙ্ঘে। শুক্রবার শ্রীলঙ্কান সিআইডি-র তরফে প্রাক্তন প্রেসিডেন্টকে গ্রেফতার করার খবর মিলেছে। এই বিষয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি-তে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, আগেই রণিল বিক্রমসিঙ্ঘের বিরুদ্ধে আর্থিক কারচুপির অভিযোগ উঠেছিল। যদিও বারেবারে তা অস্বীকার করে গিয়েছিলেন তিনি।
সূত্রের খবর, কিন্তু এবার আর শেষরক্ষা হল না। সরকারি টাকা ব্যবহার করে তিনি ২০২৩ সালের ২২ সেপ্টম্বর মাস থেকে একাধিক বার বিদেশ ভ্রমণ করেছেন। শুধু তাই নয়, এমনকি-নিজের স্ত্রীর বিদেশ বিভুঁইয়ে খরচের টাকার জোগান সরকারি কোষাগার থেকে ব্যবহার করেছেন বলে অভিযোগ রণিল বিক্রমসিঙ্ঘের বিরুদ্ধে। এই বিষয়ে সিআইডি-র এক আধিকারিক জানিয়েছেন যে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তাঁর স্ত্রী মৈথ্রী বিক্রমসিঙ্ঘকে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার জন্য সরকারি তহবিল ব্যবহার করেছিলেন বিক্রমসিঙ্ঘে। সেই সময় রণিল বিক্রমসিঙ্ঘের ব্রিটেন সফরে খরচ হয়েছিল প্রায় ১৭ মিলিয়ন। যা তিনি পুরোটাই সরকারি কোষাগার থেকে ব্যবহার করেছিলেন।
এই বিষয়ে বিক্রমসিঙ্ঘের সেই সময়ের দুই প্রাক্তন সচিব সামান একানায়েকে এবং তাঁর ব্যক্তিগত সচিব হিসেবে কর্মরত সান্দ্রা পেরেরার বক্তব্য রেকর্ড করে শ্রীলঙ্কার পুলিশ। সেখান থেকেই উঠে এসেছে এই চাঞ্চল্যক তথ্য। অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন সময়ে ব্যক্তিগত ভ্রমণে সরকারি তহবিলের টাকা ব্যবহার করতেন রণিল। আর এই বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। শুরু হয় প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত। আর তাতেই উঠে এসেছে এই ধরণের কার্যাবলি চালানোর মতো বিস্ফোরক তথ্য।
এদিকে গত মঙ্গলবারই বিক্রমসিঙ্ঘে সিআইডি-র তরফে একটি ফোন পান। এরপর তিনি তাঁর আইনজীবীদের মাধ্যমে তদন্তকারীদের জানান যে তিনি শুক্রবার হাজির হবেন। আজ তিনি নিজে তদন্তকারীদের সামনে উপস্থিত হন এবং তাঁর বক্তব্য রেকর্ড করা হয়। সিআইডি বিক্রমসিঙ্ঘের বক্তব্য এবং পরবর্তী পদক্ষেপের জন্য অ্যাটর্নি জেনারেলের বিভাগে পাঠাবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


