WBJEE 2025 Result: শীর্ষ আদালতের নির্দেশের পরই নির্বিঘ্নে প্রকাশিত হল রাজ্য জয়েন্ট পরীক্ষার রেজাল্ট। কারা রয়েছে প্রথম দশে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
WBJEE 2025 Result: অবশেষে দীর্ঘ টালবাহানার পর শুক্রবার প্রকাশিত হল রাজ্য জয়েন্টের ফল। শীর্ষ আদালতে ওবিসি (OBC) জট কাটতেই যেন স্বস্তির নিঃশ্বাস পড়ুয়াদের। শুক্রবারই ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরই নির্বিঘ্নেই বেরোল রাজ্য জয়েন্টের ফল। এবার রাজ্য জয়েন্টে মেধা তালিকার শীর্ষে রয়েছে কলকাতা। জানা গিয়েছে, WBJEE 2025-এর শীর্ষ দশ র্যাঙ্ক হোল্ডারদের তালিকা প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় সেরা হয়েছেন অনিরুদ্ধ চক্রবর্তী। অনিরুদ্ধ ডন বস্কো স্কুল, পার্ক সার্কাসের ছাত্র। দ্বিতীয় স্থান অর্জন করেছেন কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সম্যজ্যোতি বিশ্বাস এবং তৃতীয় স্থান অধিকার করেছেন দিল্লি পাবলিক স্কুলেক রুবি পার্কের দিশান্ত বসু।
এক নজরে দেখুন শীর্ষ দশে যারা স্থান পেয়েছেন তাঁদের নাম ও শিক্ষাপ্রতিষ্ঠান:-
১. অনিরুদ্ধ চক্রবর্তী – ডন বস্কো স্কুল, পার্ক সার্কাস (কলকাতা)
২. সম্যজ্যোতি বিশ্বাস – কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল, কল্যাণী (নদীয়া)
৩. দিশান্ত বসু – দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক, কলকাতা
৪. অরিত্র রায় – দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক, কলকাতা
৫. ত্রিশঞ্জিত দোলই – পুর্ব ইন্টারন্যাশনাল স্কুল, দুর্গাপুর
৬. সাগ্নিক পাত্র – মেদিনীপুর কলেজিয়েট স্কুল, মেদিনীপুর
৭. সম্বিত মুখোপাধ্যায় – বর্ধমান মডেল স্কুল, পূর্ব বর্ধমান
৮. অর্চিস্মান নন্দী – DAV মডেল স্কুল, খড়গপুর
৯. প্রতীক ধানুকা – দিল্লি পাবলিক স্কুল, রাজারহাট, কলকাতা
১০. অরকা বন্দ্যোপাধ্যায় – বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল, পূর্ব বর্ধমান
এদিকে সব বাধা কাটিয়ে শেষপর্যন্ত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আজই প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রানস্ পরীক্ষার ফলাফল। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে আজ, শুক্রবারই ফল প্রকাশ করা হবে ২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষশার। একই দিনে প্রকাশ করা হবে জয়েন্টের মেধা তালিকাও। সেইমত শুক্রবার দুপুরে প্রকাশিত হল রাজ্য জয়েন্ট পরীক্ষার ফল ও মেধা তালিকা। আর এবার মেধা তালিকার শীর্ষে রয়েছে কলকাতা। শহর কলকাতা ছাড়াও প্রথম দশে রয়েছে একাধিক জেলার মেধাবী পড়ুয়ারা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


