Russia Ukraine War: ৩ বছর পর, এই প্রথমবার কোনও মধ্যস্থতাকারী ছাড়াই মুখোমুখি আলোচনায় বসে রাশিয়া এবং ইউক্রেন (russia ukraine peace talks)।  

Russia Ukraine War: রাশিয়া এবং ইউক্রেন, দুই পক্ষই ১০০০ জন করে যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়ার বিষয়ে একমত হতে পেরেছে (russia ukraine talks in istanbul)। শুক্রবার, ইউক্রেনের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে, রাশিয়ার অনমনীয় মনোভাবের কারণেই যুদ্ধবিরতি নিয়ে সিদ্ধান্ত হয়নি এই বৈঠকে (russia ukraine war news)। 

মস্কোর উপর চাপ বাড়ানোর জন্য ইউক্রেনের তরফ থেকে ইউরোপের দেশগুলির কাছে নতুন করে আবার আবেদন জানানো হয়েছে। ইউক্রেনের বিদেশ দফতর জানিয়েছে, ‘‘রাশিয়ার তরফে এমন শর্ত দেওয়া হয়েছে, যা একেবারেই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পুরো ভিত্তিহীন।" 

Scroll to load tweet…

উল্টে তাৎপর্যপূর্ণভাবে রাশিয়ার দাবি, ‘‘আলোচনা একেবারে সঠিক দিশাতেই এগোচ্ছে।’’ রাশিয়া এবং ইউক্রনের প্রতিনিধিরা ইস্তানবুলে পৌঁছে যান বৃহস্পতিবারেই। এরপর তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদানের উপস্থিতিতে দুই পক্ষের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ পর্বও হয়েছিল। এরপর শুক্রবার, সরকারিভাবে ইস্তানবুলের রয়্যাল প্যালেসে কোনও মধ্যস্থতাকারী ছাড়াই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে প্রথমবার দুই তরফের মুখোমুখি আলোচনা শুরু হয়।

এদিকে রুশ প্রতিনিধি দলের নেতৃত্বে চ্ছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি 

অন্যদিকে, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ প্রতিনিধিদলের নেতৃত্ব হিসেবে ইস্তানবুলে পৌঁছে গেছেন। জ়েলেনস্কি নিজে তুরস্কে হাজির থাকলেও প্রতিনিধি স্তরের আলোচনায় কোনওভাবেই অংশ নেননি। 

এদিকে আবার আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও শুক্রবার সকালেই তুরস্কে পৌঁছে গেছেন। রুশ-ইউক্রেন দ্বিপাক্ষিক বৈঠকে তিনি হাজির থাকবেন না, সেই কথা অবশ্য আগেই জানা গেছিল। তবে তিনি আলাদাভাবে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে মার্কিন বিদেশমন্ত্রক আগেই জানিয়ে দিয়েছিল (russia ukraine talks update)। 

তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছে রুবিও শুক্রবার জানান, ‘‘এই আলোচনাকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে প্রথমেই যে চূড়ান্ত সাফল্য মিলবে, এমন আশা করাও ঠিক নয়।’’ 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।