১৬৬ রানে শেষ হল কেকেআরের ইনিংস। ৩৮ রানে কেকেআরকে হারাল আরসিবি, লিগ টেবিলের শীর্ষে বিরাট ব্রিগেড
- Home
- Sports
- Cricket
- IPL Live Update- ৩৮ রানে কেকেআরকে হারাল আরসিবি, টানা ৩ ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে বিরাট ব্রিগেড
IPL Live Update- ৩৮ রানে কেকেআরকে হারাল আরসিবি, টানা ৩ ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে বিরাট ব্রিগেড

আজ আইপিএলের সুপার সানডে। ২০২১ আইপিএলে আজ প্রথম হতে চলেছে জোড়া ম্যাচ। প্রথম ম্যাচেই মেগা ফাইট। বিরাট কোহলির আরসিবির মুখোমুখি ইয়ন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স। একদিকে পরপর দুটি ম্যাচ জিতে দুরন্ত ছন্দে রয়েছে আরসিবি। অপরদিকে প্রথম ম্যাচ সানরাইজার্সের বিরুদ্ধে জিতলেও, দ্বিতীয় ম্যাচে মুম্বইয়ের কাছে জেতা ম্যাচ হাতছাড়া করেছে কেকেআর। ফলে একদিকে জয়ে ফিরতে মরিয়া মর্গ্যান বাহিনী। অপরদিকে জয়ের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর কোহলির দল। ম্য়াচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি।
৩৮ রানে কেকেআরকে হারাল আরসিবি, লিগ টেবিলের শীর্ষে বিরাট ব্রিগেড
হার্সল প্যাটেলের বলে বোল্ড রাসেল
শেষ ওভারে হার্সল প্যাটেলের বলে আউট হলেন রাসেল। করলেন ৩১ রান। কেকেআরের হার নিশ্চিৎ।
ওভারে ১ রান দিলেন সিরাজ
মহম্মদ সিরাজের ওভারে ৪ বল পরপর ডট খেলেন রাসেল। ওভারে এল ১ রান।
আউট কামিন্স, ২ ওভারে কেকেআরের দরকার ৪৪ রান
আউট কামিন্স, ২ ওভারে কেকেআরের দরকার ৪৪ রান। রাসেল ম্য়াজিকের অপেক্ষায় কেকেআর।
আউট শাকিব আল হাসান
২৬ রান করে জেমিসনের বলে আউট হলেন শাকিব আল হাসান। আরও কঠিন হল কেকেআরের টার্গেট।
চাহলকে ১ ওভারে ২০ রান মারল রাসেল
চাহলকে ১ ওভারে ২০ রান মারল রাসেল। ৩ ওভারে দরকার ৫৯।
১৫ ওভার শেষে কেকেআর ১২১
১৫ ওভার শেষে কেকেআর ১২১। ৩০ বলে দরকার ৮৪ রান।
আউট ইয়ন মর্গ্যান
আউট ইয়ন মর্গ্যান। ২৯ রান করে হার্সল প্যাটেলের বলে আউট হলেন তিনি।
১৩ তম ওভারে ম্যাক্সওয়েলকে জোড়া ছক্কা মারলেন শাকিব ও মর্গ্যান
১৩ তম ওভারে ম্যাক্সওয়েলকে জোড়া ছক্কা মারলেন শাকিব ও মর্গ্যান। ১৩ ওভারে শেষে কেকেআর ১১২ রানে ৪ উইকেট।
১১ ওভার শেষে কেকেআর ৯৩ রানে ৪ উইকেট
১১ ওভার শেষে কেকেআর ৯৩ রানে ৪ উইকেট। ম্য়াক্সওয়েলকে একটি বিশাল ছক্কা মারেন মর্গ্যান।
আউট দীনেশ কার্তিক
ফের ব্যর্থ দীনেশ কার্তিক। চাহলের বলে ২ রান করে আউট হলেন তিনি। কেকেআর ৭৪ রানে ৪ উইকেট।
৮ ওভার শেষে কেকেআর ৭৩ রানে ৩ উইকেটে
৮ ওভার শেষে কেকেআর ৭৩ রানে ৩ উইকেটে। ব্য়াট করছেন মর্গ্যান ও ডিকে।
আউট নীতিশ রানা
১৮ রান করে চাহলের বলে আউট হলেন নীতিশ রানা। কেকেআর ৬৬ রানে ৩ উইকেট।
আউট ত্রিপাঠি, পাওয়ার প্লে শেষে কেকেআর ৫৭ রানে ২ উইকেট
আউট ত্রিপাঠি, পাওয়ার প্লে শেষে কেকেআর ৫৭ রানে ২ উইকেট। ২৫ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হলেন রান। ৬ ওভার শেষে কেকেআর ২ উইকেটে ৫৭।
৫ ওভারে দুটি চার মারলেন ত্রিপাঠি
পঞ্চম ওভারে সিরাজকে দুটি চার মারলেন ত্রিপাঠি। কেকেআর ৪ রানে ১ উইকেট।
৪ ওভার শেষে ৩৬ কেকেআর
৪ ওভার শেষে ৩৬ রানে ১ উইকেট কেকেআর। ব্যাট করছেন নীতিশ রানা ও রাহুল ত্রিপাঠি।
২ ওভার শেষে কেকেআর ২৭
প্রথম বলেই চার মারলেন রাহুল ত্রিপাঠি। ২ ওভার শেষে কেকেআর ২৭।
দুটি ছয় মেরে আউট শুভমান গিল
জেমিসনকে দ্বিতীয় ওভারে পরপর দুটি ছয় মারার পর তিন নম্বর ছয় মারতে গিয়ে আউট গিল।
প্রথম ওভার শেষে কেকেআর ৭
প্রথম ওভারে চার মারলেন শুভমান গিল। এক ওভার শেষে কেকেআর ৭।
কেকেআরের টার্গেট ২০৫
ম্য়াক্সওয়েল ও ডিভিলিয়ার্সের অনবদ্য ইনিংসের সৌজন্যে কেকেআরকে ২০৫ রান টার্গেট দিল আরসিবি।