কলকাতা একের পর এক উইকেট লাগাতার হারায়, শেষ দিকে কামিন্স একের পর এক ছয় ও চারে কিছু উত্তেজনা তৈরি করলেও তা জয়ের জন্য যথেেষ্ট ছিল না।
Live Scorecard- KKR Vs MI- ৪৯ রানে মুম্বই-এর কাছে হার কলকাতার

আইপিএল এর পঞ্চম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স। এবছর আইপিএল-এ আজ প্রথম খেলা কলকাতা নাইট রাইডার্স-এর। প্রায় দীর্ঘ ছয় মাসের লকডাউনের পর এই ক্রিকেট খেলা। স্বাভাবিকভাবেই কলকাতার ক্রিকেটারদের কাছে নিজেদের ফিটনেস ও যোগ্যতা প্রমাণের বড় চ্যালেঞ্জ। মুম্বই ইন্ডিয়ান্স-এর এটা দ্বিতীয় ম্যাচ। এবারের আইপিএল-এর প্রথম ম্যাচ তারা খেলেছিল চেন্নাই-এর বিরুদ্ধে। ওটাই ছিল এবারের আইপিএল-এর প্রথম ম্যাচ। তাতে হেরে যায় মুম্বই। আজ যেখানে খেলা সেই আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ২০১৪ সালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার ম্যাচে জয়ের হাসিটা হেসেছিল কলকাতা। কলকাতার একটা সময়ের স্টার প্লেয়ার ব্রেন্ডন ম্যাককালাম এবার দলের কোচ। তিনিও জয়ের বিষয়ে আশাবাদী।
১৪৬ রান তুলতে ৭ উইকেটের পতন
২০ ওভার শেষে কেকেআর-এর সংগ্রহ ১৪৬ রান
আইপিএল-এর প্রথম ম্যাচেই হার কলকাতার, ৪৯ রানে হারল শাহরুখের দল।
বিশাল রানের টার্গেটে ভেঙে পড়ল কলকাতার ব্যাটিং
১৭ ওভারের শেষে কলকাতার রান ১১২ রান, ৭ উইকেটের বিনিময়ে।
৫ ওভার শেষে কলকাতা ২৫ রান ২ উইকেটের বিনিময়ে
ব্যাট করছেন দীনেশ কার্তিক ও নীতিশ রানা।
৫ ওভার শেষে কলকাতা ২৫ রান ২ উইকেটের বিনিময়ে
ব্যাট করছেন দীনেশ কার্তিক ও নীতিশ রানা।
৫ ওভার শেষে কলকাতা ২৫ রান ২ উইকেটের বিনিময়ে
ব্যাট করছেন দীনেশ কার্তিক ও নীতিশ রানা।
৬ করে গড়ে রান তুলছে কেকেআর
৩ ওভারে কেকেআর-এর সংগ্রহ ১৮ রান, উইকেট ১। ক্রিজে নারীন ও কার্তিক।
৬ করে গড়ে রান তুলছে কেকেআর
৩ ওভারে কেকেআর-এর সংগ্রহ ১৮ রান, উইকেট ১। ক্রিজে নারীন ও
আউট হলেন শুভমন গিল
১১ বলে ৭ রান করে আউট গিল, ট্রেন্ট বোল্টের বলে পোলার্ডের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন তিনি।
কলকাতার বোলিং পারফরম্যান্স একনজরে
সন্দেশ ওয়ারিয়র- ৩ ওভার ৩৪ রান- উইকেট ০- ইকোনমিক রেট ১১.৩৩/শিবম মাভি- ৪ ওভারে ৩২ রান- উইকেট ২- মেডেন-১/প্যাট কামিন্স- ৩ ওভারে ৪৯ রান- ইকোনমিক রেট-১৬.৩৩/ সুনীল নারিন ৪ ওভার ২২ রান-উইকেট ১-ইকোনমিক রেট- ৫.৫০/ আন্দ্রে রাসেল ২ ওভারে ১৭ রান- উইকেট ১- ইকোনমিক রেট- ৮.৫০/ কুলদীপ যাদব- ৪ ওভারে ৩৯ রান-উইকেট ০-ইকোনমিক রেট- ৯.৭৫
একনজরে মুম্বই ইনিংস
ডিকক- ৩ বলে ১ রান, রোহিত ৫৪ বলে ৮০ রান, সূর্যকুমার যাদব ২৮ বলে ৪৭ রান, সৌরভ তিওয়ারি- ১৩ বলে ২১ রান, হার্দিক পাণ্ডিয়া- ১৩ বলে ১৮ রান, কায়েরান পোলার্ড- ৭ বলে ১৩ রানে অপরাজিত, ক্রুণাল পাণ্ডিয়া ৩ বলে ১ রান করে অপরাজিত।
২০ ওভারের শেষে ১৯৫ রান তুলল মুম্বই
কলকাতার সামনে জয়ের জন্য ১৯৬ রানের বিশাল রানের টার্গেট রাখল মুম্বই। ১৯৫ রান তারা তুলল ৫ উইকেটে, ওভার প্রতি গড় ৯.৭৫।
১৯ ওভারের শেষে মুম্বই-এর সংগ্রহ ১৮২
৫ উইকেট হারিয়ে এই রান তুলেছে মুম্বই।
৮০ রান করে আউট রোহিত
অবশেষে থামল রোহিতের ইনিংস, ৮০ রানে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি, ৫৪ বলে এই রান করেছেন তিনি।
৮ ওভারের শেষে মুম্বই ১ উইকেটে ৮৩ রান
রোহিত ২৭ বলে ৪১ রান এবং সঞ্জু স্যামসন ১৮ বলে ৩৯ রানে ব্যাট করছেন।
৪ ওভারের শেষে মুম্বই ৩৪/১
৪ ওভারেরে শেষে মুম্বইয়ের সংগ্রহ ৩৪ রান, ১ উইকেট হারিয়ে, ওভার প্রতি রানের গড় ৮.২৫, ক্রিজে রোহিত ও স্যামসন
৪ ওভারের শেষে মুম্বই ৩৪/১
৪ ওভারেরে শেষে মুম্বইয়ের সংগ্রহ ৩৪ রান, ১ উইকেট হারিয়ে, ওভার প্রতি রানের গড় ৮.২৫, ক্রিজে রোহিত ও স্যামসন
৪ ওভারের শেষে মুম্বই ৩৪/১
৪ ওভারেরে শেষে মুম্বইয়ের সংগ্রহ ৩৪ রান, ১ উইকেট হারিয়ে, ওভার প্রতি রানের গড় ৮.২৫, ক্রিজে রোহিত ও স্যামসন
তৃতীয় ওভারের শেষে ১ উইকেটে ২৪ রান মুম্বই-এর
কেকেআর-এর তৃতীয় ওভারে ফের রানের বন্যা, সন্দেশ ওয়ারিরে মুম্বই নিল ১৬ রান।
তৃতীয় ওভারের শেষে ১ উইকেটে ২৪ রান মুম্বই-এর
কেকেআর-এর তৃতীয় ওভারে ফের রানের বন্যা, সন্দেশ ওয়ারিরে মুম্বই নিল ১৬ রান।