সংক্ষিপ্ত

  • আইএসএলে পঞ্চম ম্যাচে মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল
  • প্রতিপক্ষ প্রতিযোগিতায় অপরাজিত হায়দরাবাদ এফসি
  • পঞ্চম ম্য়াচে জয়ের লক্ষ্যে ঝাঁপাতে চলেছে ফাউলারের দল
  • অপরদিকে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মারকুয়েজ ব্রিগেড
     

মঙ্গলবার আইএসএলে পঞ্চম ম্যাচে মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। একদিকো প্রতিযোগিতায় ৪ ম্যাচে এখনও জয় অধরা রবি ফাউলারের দলের। ৪ ম্যাচে এক পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শেষে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। এখনও প্রতিযোগিতায় একটি গোলও করতে পারেননি পিলকিংটন, মাঘোমা, জেজেরা। অপরদিকে, প্রতিযোগিতায় এখনও অপরাজিত মানোলো মারকুয়েজের হায়দরাবাদ এফসি। ৪ ম্যাচে ১টি জয় ও তিনটি ড্র করেছে হায়দরাবাদ। মঙ্গলবার গোয়ার তিলক ময়দানে মখোমুখি হচ্ছে দুই দল। 

প্রথম তিন ম্য়াচ হারের পর, শেষ ম্য়াচে জামশেদপুরকে আটকে দিয়ে এক পয়েন্ট পেয়েছে রবি ফাউলারের দল। প্রায় ৭০ মিনিট ১০ জনে খেলেও ম্য়াচ ড্র করায় কিছুটা আত্মবিশ্বাস বেড়েছে লাল-হলুদ ব্রিগেডের। তবে গোলের খরা না কাটায় কিছুটা চিন্তায় রয়েছেন লাল-হলুদ কোচ। ম্য়াচের আগে রবি ফাউলার বলেছেন, আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। ম্যাচ থেকে আমাদের ভালো ফলের প্রত্যাশা রয়েছে। বিগত ম্যাচগুলিতে আমাদের ভাগ্য সাথ দেয়নি। কিন্তু এবার আমরা ধীরে ধীরে ফর্মে ফিরছি। হায়দরাবাদের বিরুদ্ধে আমরা জয়ের লক্ষ্যেই নামব।' হায়দরাবাদের বিরুদ্ধে লিন্ডোকে রেড কার্ডের জন্য পাচ্ছে না এসসি ইস্টবেঙ্গল। ড্যানি ফক্সের খেলা নিয়েও এখনও সংশয় রয়েছে। তবে পরিস্থিতি যাই থাক হায়দরাবাদ ম্যাচে পুরোপুরি ৩ পয়েন্ট চাইছে ফাউলারের দল।

অপরদিকে, হায়দরবাদ এফসিও এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৩ পয়েন্ট পেতে মরিয়া। তবে ফাউলারের দলকে যথেষ্ট সমীহ করছেন হায়দরাবাদ এফসি। বর্তমানে ৪ ম্য়াচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৭ নম্বরে রয়েছে। লাল-হলুদ ব্রিগেডকে হারাতে পারলেই লিগ টেবিলে ওপরে ওঠার হাতছানি রয়েছে মারকুয়েজের দলের কাছে। হায়দরাবাদ কোচ জানিয়েছেন,'প্রতি ম্যাচের সঙ্গে উন্নতি করছে এসসি ইস্টবেঙ্গল। গোলহজম, হার ও কার্ড সমস্যা থাকলেও, ভালো ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল।' তবে নিজেদের ভালো ফলের বিষয়ে আত্মবিশ্বাসী কোলাকো, নার্জারি, শর্মা, পুজারীরা।

ম্যাচ প্রেডিকশন-
প্রতিযোগিতায় এখনও অপরাজিত হায়দরাবাদ এফসি। শেষ ম্য়াচে এটিকে মোহনবাগানকে রুখে দিয়ে আত্মবিশ্বাস আরও বেড়েছে হায়দরাবাদের। অপরদিকে এখনও জয় পায়নি এসসি ইস্টবেঙ্গল। ফলে মঙ্গলবারের ম্যাচে হায়দরাবাদ এফসিকেই এগিয়ে রাখছেন ফুটবল বিশেষজ্ঞরা।