সংক্ষিপ্ত

  • একমাসের ব্যবধানে দু'বার
  • ফের বাঘের দেখা মিলল নেওড়াভ্যালির জঙ্গলে
  • ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে ছবি
  • উচ্ছ্বসিত পশুপ্রেমীরা
     

ব্যবধান একমাসের। ফের বাঘের দেখা মিলল জলপাইগুড়ির নেওড়াভ্যালির জঙ্গলে। ভরসন্ধেবেলায় চৌদাফেরি এলাকায় বাঘের ছবি ধরা পড়েছে ট্র্যাপ ক্যামেরা। উচ্ছ্বসিত পশুপ্রেমীরা। 

জানা গিয়েছে, দিনের বেলায় নেওড়াভ্যালি জঙ্গলে বাঘটি প্রথম দেখতে পান অজিত রাই নামে এক বনকর্মী। বনদপ্তরের নেওড়া রেঞ্জ অফিসে খবর দেন। সত্যি কি বাঘের দেখা মিলেছে? ট্রাপ ক্যামেরা বসানো হয় জঙ্গলে। বনদপ্তর সূত্রে খবর, গত ৩ ফ্রেরুয়ারি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৫০০ ফুট উচ্চতায় চৌদাফেরি এলাকায় ব়য়্যাল বেঙ্গলের ছবি ধরা পড়েছে ক্যামেরায়। ছবি দেখে বনদপ্তরের আধিকারিক নিশ্চিত যে, জঙ্গলে নিরাপদেই ঘুরে বেড়াচ্ছে বাঘটি এবং শারীরিকভাবেও সুস্থ আছে সে। 

আরও পড়ুন: 'ভগবানের লীলা', ডিম ফুটে বেরোল চারপেয়ে মুরগিছানা

উল্লেখ্য, ২০১৭ ও ২০১৮ সালেও বাঘের দেখা মিলেছিল নেওড়াভ্যাল জাতীয় উদ্যানে। কিন্তু ২০১৯-এ ছবিটা বদলে যায়। বাঘকে দেখতে না পেয়ে উদ্বেগ বাড়ছিল বনদপ্তরের আধিকারিকদের। শেষপর্যন্ত বছরের শেষ লগ্নে লাভা এলাকার কিছুটা উপরের দিকে বনদপ্তরের ট্র্যাপ ক্যামেরা ধরা পড়ে ব়য়্যাল বেঙ্গল টাইগারের ছবি। হাঁফ ছেড়ে বাঁচেন বনদপ্তরের আধিকারিকরা। একমাসের মধ্যেই ফের দেখা মিলল দক্ষিণ রায়ের।