সংক্ষিপ্ত

  • নতুন বছর পড়লেই বিধানসভা নির্বাচন 
  •  কর্ম সংস্থানকেই লক্ষ্য বানিয়েছেন মমতা 
  • এই রাজ্য়ে ৩৫ লক্ষ কর্ম সংস্থান হবে 
  •  ছোট বড় মাঝারি শিল্প ১৫ লক্ষ ধরা হয়েছে 

বছর পড়লেই বিধানসভা নির্বাচন। কর্ম সংস্থানকেই এবার লক্ষ্য বানিয়েছেন তাই মমতা বন্দ্য়োপাধ্যায়। বৃহস্পতিবারের প্রশাসনিক বৈঠকের পরেই রাজ্য়ে লক্ষ-লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

আরও পড়ুন, 'দিল্লি এলে, আমাদের ঘরে আসবেন',অমিত শাহের নিমন্ত্রনে আপ্লুত পন্ডিত অজয় চক্রবর্তী

 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ঘোষণা করেন, আগামী তিন বছরে এ রাজ্য়ে ৩৫ লক্ষ কর্ম সংস্থান হবে। যার মধ্য়ে ছোট বড় মাঝারি শিল্প ১৫ লক্ষ ধরা হয়েছে। এছাড়া তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ৫ লক্ষ চাকরির সম্ভাবনা কথা বলেছেন মমতা। হ্যান্ডলুম এবং অন্য়ান্য ক্ষেত্রে কর্ম সংস্থানেরও সম্ভাবনার কথা বলা হয়েছে। নিউটাউনে ২০০ একর জমির উপর প্রস্তাবিত সিলিকন ভ্যালির কাজ খতিয়ে দেখতে তিনি শীঘ্রই পরিদর্শনেও যাবেন বলে ইঙ্গিত দিয়েছেন। 

 

আরও পড়ুন, ছোলার ডালের গন্ধ ছড়িয়েছে বাতাসে, অমিত শাহের জন্য নিজেই রাঁধছেন নবীন বিশ্বাসের স্ত্রী


দুর্গোৎসব মিটতেই দ্রুত এই প্রশাসনিক বৈঠকের ডাক দেওয়া হয়েছিল নবান্ন তরফে। এদিনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে মাল্যদানের করে সরকারি কাজ শুরু করেন। তাছাড়া দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, বীরভূম সহ বেশ কয়েকটি জেলায়  বাস টার্মিনাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, রাজ্যজুড়ে ১০ টি আয়ুষ স্বাস্থ্যকেন্দ্র এবং তমলুকের নিমতৌড়িতে ১০০ কোটি ব্য়য়ে নির্মিত প্রশাসনিক ভবনের দ্বার উদঘাটন করেন তিনি।