সংক্ষিপ্ত
- কমা তো দূর, প্রতিদিনই আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়াচ্ছে
- একদিনে করোনা নিয়ে রাজ্য়ে মারা গিয়েছেন ৫৩ জন
- গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে সুস্থ হয়ে ওঠার হার ৭৭ শতাংশে পৌঁছেছে
কমা তো দূর, প্রতিদিনই আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়াচ্ছে । একদিনে করোনা নিয়ে রাজ্য়ে মারা গিয়েছেন ৫৩ জন। তবে বেড়েছে সুস্থ হয়ে ওঠার হার। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে সুস্থ হয়ে ওঠার হার ৭৭ শতাংশে পৌঁছেছে। পরিসংখ্য়ান বলছে, এই প্রথম রাজ্য়ে একদিনে তিন হাজারের বেশি মানুষ করোনা যুদ্ধ জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন৷
রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিন বলছে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছে ৫৩ জন৷ বুধবারও এই সংখ্যাটা ছিল ৫৩ জনে৷ এখনও পর্যন্ত বাংলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৬৩৪ জন৷ একদিনে আক্রান্ত হয়েছেন ৩,১৯৭ জন৷ বুধবার ছিল ৩,১৬৯ জন৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,২৯,১১৯ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও বেড়ে দাঁড়িয়েছে ২৭, ৬৯৬ জন৷
পাশাপাশি গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৩,১২৬ জন৷ এটাই একদিনে সর্বোচ্চ সুস্থ হয়ে ওঠার সংখ্যা৷ এখনও পর্যন্ত রাজ্য়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৯৮,৭৮৯ জন৷ সুস্থ হয়ে ওঠার হার বেড়ে হল ৭৬.৫১ শতাংশ৷ বুধবার ছিল ৭৫.৯৭ শতাংশ৷ একদিনে টেস্ট হয়েছে ৩৫,০৫৯ টি৷ বঙ্গে যে ৫৩ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১১ জন৷ এছাড়াও উত্তর ২৪ পরগনার ১৪ জন, দক্ষিণ ২৪ পরগনার ৮ জন, হাওড়ার ৩ জন রয়েছেন। পিছিয়ে নেই হুগলিও। সেখানখার ২ জন মারা গিয়েছেন করোনা নিয়ে। পাশাপাশি শরীরে করোনা নিয়ে পশ্চিম বর্ধমান থেকে মারা গিয়েছেন ৩ জন, পূর্ব বর্ধমানের ১ জন।