সংক্ষিপ্ত
- রাজ্য়ে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০০
- ২৪ ঘণ্টায় করোনা নিয়ে মৃতের নিরিখে কিছু কমল সংখ্যা
- পশ্চিমবঙ্গে গত একদিনে সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৬ জনের
- আশার খবর, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজারের বেশি
রাজ্য়ে এবার প্রায় তিন হাজারের কাছে চলে এল একদিনে করোনা আক্রান্তের সংখ্যা। তবে গতকালের থেকে ২৪ ঘণ্টায় করোনা নিয়ে মৃতের নিরিখে কিছু কমল সংখ্যা। পশ্চিমবঙ্গে গত একদিনে সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৬ জনের। আশার খবর, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজারের বেশি৷ পরিসংখ্য়ান বলছে, গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ২৫ হাজারের বেশি৷
অর্জুন সিংয়ের বাড়িতে আচমকা পুলিশ, ওয়ারেন্ট না নিয়ে ঢুকতে গেলে বাধা
বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন বলছে, একদিনে সংক্রমণে আক্রান্ত হয়েছেন ২,৯৫৪ জন৷ যার জেরে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৬,৭৫৪ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা বর্তমানে ২৩,৮২৯ জন৷
বেসরকারি বাস-মিনিবাসের কর মুকুব, নতুন ঘোষণা রাজ্য় সরকারের
বুধবারের বুলেটিনে রাজ্য়ে মৃতের সংখ্যা ছিল ৬১৷ বৃহস্পতিবার এই সংখ্যাটা কম হলেও তবে এই পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১,৯০২ জনের৷ গত একদিনে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২,০৬১ জন৷ সব মিলিয়ে এখনও সুস্থ হয়েছেন ৬১,০২৩ জন৷ সব মিলিয়ে বর্তমানে সুস্থ হয়ে ওঠার হার ৭০.৩৪ শতাংশ৷
হাতে ঘাসফুল-মনে পদ্মফুল, দলের 'গদ্দারদের' নিয়ে চিন্তায় তৃণমূল.
পশ্চিমবঙ্গে গত একদিনে যে ৫৬ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতারই রয়েছেন ২৭ জন৷ উত্তর ২৪ পরগনার ১৪ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৪ জন৷ এছাড়াও হাওড়াতে ২ জন,পশ্চিম বর্ধমানে ১ জন, পূর্ব মেদিনীপুরে ১ জন মারা গিয়েছেন। এরা ছাড়াও নদিয়া- মুর্শিদাবাদ ১ জন, উত্তর দিনাজপুরে ২ জন ও দার্জিলিং ৩ জন করোনা নিয়ে মারা গিয়েছেন।