সংক্ষিপ্ত

  • সারাবছরই বড় বেরঙিন কাটে বৃদ্ধাশ্রমের মানুষগুলোর
  • তাঁরা কাছে পান না নাতি-নাতনিদের, কাছের মানুষদের
  • তাই হাওড়ার একটি সংস্থা সাত্রাগাছির সেই বৃদ্ধাশ্রমে গেলেন
  • সেখানে রং খেললেন বৃদ্ধাদের সঙ্গে

দোল যাঁদের কাছে বেরঙিন, তাঁদের কাছে রঙের খোঁজ পৌঁছে দিল হাওড়ার একটি সংস্থা এদিন হাওড়া কল্য়াণপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির তরফ থেকে আন্তর্জাতিক নারী দিবস ও দোল উপলক্ষে সাত্রাগাছির একটি বৃদ্ধাশ্রমে মহিলাদের নিয়ে রং খেলায় মেতে উঠলেন সংস্থার সদস্য়রা তাঁদের সঙ্গে রং খেললেন রূপান্তরকামী আইনজীবী ও নৃত্য়শিল্পী মেঘ সায়ন্তনী ঘোষ ও অভিনেতা কুশল ভৌমিক অনুষ্ঠানের শেষে নতুন শাড়ি আর খাবারদাবার দেওয়া হল বৃদ্ধাদের কেমন লাগল এই অনুষ্ঠানে থাকতে পেরে? মেঘ বললেন, "বাড়িঘর ছেড়ে চলে আসা  এই মানুষগুলোর জীবন বড়ই বেরঙিনএঁরা না-পান এঁদের নাতি-নাতনিদের, না-পান নিকট আত্মীয়দেরতাই এই একটা দিন না-হয় আমরাই এঁদের কাছের মানুষ হয়ে রাঙিয়ে দিলাম"

অনুষ্ঠানের অন্য়তম উদ্য়োক্তা জয়দীপ দে বলেন,   "আমরা এবারে নারী দিবস নিয়ে একটা অনুষ্ঠান করেছি সেখানে সম্বর্ধিত করেছি মেঘ সায়ন্তনী ঘোষ ও আরও কয়েকজনকেসেই সঙ্গে ওই বৃদ্ধাশ্রমে গিয়ে দোল উৎসব পালন করেছি আসলে কী জানেন, মানুষগুলো বড় একাএই একটা দিন ওঁদের একটু সঙ্গ দিতে পেরে নিজেদেরই ভাল লাগছে"