সংক্ষিপ্ত
- ৪৮ ঘন্টার ব্যাঙ্ক ধর্মঘটের আজ দ্বিতীয় দিন
- দাবি না মানলে ,১১ মার্চ থেকে ফের ধর্মঘট হবে
- দাবি কমপক্ষে ১৫% মজুরি বৃদ্ধির করতে হবে
- আইবিএ ১২.২৫% মজুরি বৃদ্ধিতে রাজি হয়েছে
লোকসভায় ইতিমধ্য়েই শুরু হয়েছে বাজেট পেশ৷ এদিকে ৪৮ ঘন্টার ব্যাঙ্ক ধর্মঘটের দ্বিতীয় দিন৷ বন্ধ এটিএম পরিষেবাও৷ যার ফলে বড়সড় ভোগান্তির আশঙ্কা গ্রাহকদের৷ তবে আগামীকাল রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম পরিষেবা চালু করা হবে৷ এবং দাবি না মানা হলে আগামী ১১ থেকে ১৩ মার্চ ফের তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷
আরও পড়ুন, বাজেটে সোনার গয়নায় আমদানি শুল্ক কমার সম্ভাবনা, লাভের আশায় শহরের ব্য়বসায়ীরা
আজ শনিবার ইতিমধ্য়েই বাজেট পেশ করতে শুরু করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কিন্তু আজও চলবে এই ধর্মঘট৷ ফলে দ্বিতীয় দিনেও চরম ভোগান্তির আশঙ্কা গ্রাহকদের৷ ব্যাঙ্ক ইউনিয়নগুলি মজুরি বৃদ্ধির দাবিতে দুদিনের ব্যাঙ্ক ধর্মঘট চলছে দেশ জুড়ে৷ অভিযোগ, এটিএম সহ ব্য়াঙ্ক পরিষেবা পুরোপুরি বন্ধ হওয়ায় গত শুক্রবার থেকেই চরম হয়রানির শিকার শহরবাসী।
আরও পড়ুন, আনন্দপুরে প্লাস্টিক-গুদামে বিধ্বংসী আগুন, আতঙ্কে বাইরে বেরিয়ে এল এলাকাবাসী
সূত্রের খবর, ব্যাঙ্ক ইউনিয়নগুলির দাবি কমপক্ষে ১৫% মজুরি বৃদ্ধির করতে হবে৷ কিন্তু আইবিএ ১২.২৫% পর্যন্ত মজুরি বৃদ্ধিতে রাজি হয়েছে৷ তবে তা মানতে নারাজ কর্মী-অফিসারদের সংগঠনগুলি৷ এদিকে দাবি না মেনে নেওয়া হলে আগামী ১১ থেকে ১৩ মার্চ ফের তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷ এমনকি ১ এপ্রিল থেকে লাগাতার ব্যাঙ্ক ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছে, ব্যাংক ইউনিয়নগুলির তরফে৷ অন্যদিকে আজ শনিবার মাসের প্রথম দিন৷ এদিন অনেকেই বেতন, পেনশন তুলতে ব্যাঙ্কে যান৷ ব্যাঙ্ক ধর্মঘটের ফলে তাদের চরম দুর্ভোগে পড়ার সম্ভাবনা রয়েছে।